বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগে ভারতীয় দলকে বেশ কিছুটা ভরসা দিচ্ছে বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম। গত কয়েক বছরের ব্যাট হাতে ব্যর্থতার ধারা কাটিয়ে এশিয়া কাপ থেকে ফর্মে ফিরেছেন বিরাট। পাকিস্তান ও হংকংয়ের বিরুদ্ধে অর্ধশতরান করার পর তিনি আফগানিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান করেছিলেন। এরপর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে আয়োজিত সিরিজদুটিতেও তার ব্যাট থেকে রান এসেছে সাবলীল ছন্দে।
অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পর থেকেই নিজেকে অনুশীলনের ডুবিয়ে রেখেছেন বিরাট। নেটে তিনি এতটাই পরিশ্রম করছেন যে মাঝে মাঝে সাপোর্ট স্টাফদের মনে করিয়ে দিতে হচ্ছে যে তার অনুশীলনের সময় শেষ এবার অন্য ক্রিকেটাররাও অনুশীলন করবেন। বিরাট কোহলি ছন্দে থাকলে ভারতীয় দলের যে বড় সুবিধা হবে, সেটা যে কোনও ক্রিকেটভক্ত চোখ বুজে বলে দিতে পারেন। কিন্তু বিরাট কোহলির বিশ্বকাপে কেমন ভাবে খেলা উচিত সেই নিয়ে এবার মন্তব্য করেছেন গৌতম গম্ভীর।
গৌতম গম্ভীর অতীতেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন। এবারও কোহলির বিরুদ্ধে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা বিরাট কোহলির ভক্তরা হয়তো খুব একটা পছন্দ করবেন না। কিন্তু গম্ভীর এই ক্ষেত্রে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ভারতের হয়ে টি-টোয়েন্টি এবং ওডিআই ২ ফরম্যাটেই বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি।
কোহলির বিশ্বকাপে কেমন ভাবে খেলা উচিত সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে গম্ভীর বলেছেন, “বিশ্বকাপ অনেক বড় মঞ্চ। তখনই আপনি ঐ মঞ্চে নামবেন তখন নিজের কথা ভুলে দলের জন্য খেলতে হবে আপনাকে। বিরাটকে আমি এই পরামর্শ দেবো সেই রকমভাবে দান করার, যাতে দলের লাভ হয়। বিগত রেকর্ডের কোনও মূল্য নেই বিশ্বকাপে।” গম্ভীর নিজের মত পরামর্শ দিয়েছেন ঠিকই, কিন্তু কোহলি ভক্তরা এটাও দাবি করতে পারেন যে বিরাট বরাবরই নিজের জন্য নয়, দলের সুবিধার জন্য ক্রিকেট খেলে থাকেন। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার একটি অর্ধশতরান করার সম্পূর্ণ সুযোগ ছিল। কিন্তু তা সত্ত্বেও দীনেশ কার্তিকের অফার ফিরিয়ে বিরাট তাকে সিঙ্গেল নেওয়ার বদলে বড় শট খেলা চালিয়ে যেতে বলেন। শেষপর্যন্ত দেখা যায় কোহলির ওই একটা ছোট্ট সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছিল। কাজেই গম্ভীরের, কোহলিকে নতুন করে এই পরামর্শ দেবার প্রয়োজন আছে বলে অনেকেই মানতে চাইছে না।
এদিকে আজ তৃতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ায় মাটিতে চলতি সফরে প্রথম পা রাখেন বিরাট। ব্যাট হাতে বেশি কিছু করতে পারেননি তিনি। একটি চার এবং একটি ছক্কা সহযোগে ১৯ রানের একটি ছোট্ট ইনিংস খেলেছিলেন বিরাট। কিন্তু দুর্দান্ত ফিল্ডিং করে একটি রান আউট এবং একটি অসাধারণ ক্যাচ নিয়ে ম্যাচে ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।