বাংলাহান্ট ডেস্ক : নির্মাণ শ্রমিকরা বাংলার জনসাধারণের জন্য তাদের মাথার ওপর ছাদ বানিয়ে দেন। তাই বাংলার প্রায় 40 লক্ষ নির্মাণ শ্রমিকদের জন্য এক নতুন পরিকল্পনা এনেছেন বাংলার সরকার। এবার বাংলার মানুষের মাথার উপর ছাদ নির্মাণকারী শ্রমিকদের মাথার ছাদ গড়ে দেবে মমতা এক্কেবারে বিনামূল্যে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় ৪০ লক্ষ শ্রমিক এই পরিকল্পনার আওতাভুক্ত হয়েছেন। তবে অনেকেই আশঙ্কা করছেন যতটা ঘোষণা করা হয়েছে ঠিক ততটাই বাস্তবায়নের রূপ পাবে কিনা? “সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই শুধু গ্রামীণ ভোট টানতেই কি ভাঁওতা দেওয়া হচ্ছে ?” – প্রশ্ন তুলেছে বিরোধী দলের মানুষেরা।
এটি টুইট দ্বারা এই প্রকল্পের বিষয়ে একটি তথ্য সামনে এসেছে। মমতার সাপোর্টারদের একটি সংগঠনের তরফ থেকে টুইট করা হয়েছে যে, একেবারে বিনামূল্যে বাংলা শ্রমিকদের জন্য একটি আবাসন প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার আর এর আওতাভুক্ত হতে চলেছে প্রায় 40 লক্ষ নির্মাণ কাজের সাথে যুক্ত শ্রমিক।
বাংলার একাধিক জেলায় বসবাস করেন এই শ্রমিকেরা। কিন্তু শ্রমিক মহল থেকে বারংবার অভিযোগ আসতেই থাকে যে তারা বাংলায় কাজ পাচ্ছেন না। তাই তাদের কাজের খোঁজে চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে। তাই এবার মমতার নির্দেশে তৎপর হতে চলেছে শ্রম দপ্তর এবং সেই শ্রমিকদের জন্যই তৈরি করা হবে আবাসন। এদিকে এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই জোর সমালোচনা আলোচনা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। বিরোধীরা বলছেন, “ভোট টানতেই এই প্রকল্পের ঘোষণা। আদৌ যা বাস্তবায়িত হবে না।”
অপরদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, “এই প্রকল্প যদি সত্যিই বাস্তবায়িত হয় তাহলে আগামী নির্বাচনের হাওয়া বইবে শাসকদলের পক্ষেই। কারণ শুধুমাত্র ভোটের জন্যই ভিন রাজ্য থেকে দলে দলে বাংলার শ্রমিকেরা ফিরে আসে বাংলায়, ভোট দিতে। আর এই প্রকল্প বাস্তবায়িত হলে তাদের ভোট তৃণমূলের তরফেই যাবে।” বলাই বাহুল্য এখন এই প্রকল্পের বাস্তবায়নের জন্য অপেক্ষায় রয়েছে বাংলা।