বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রায় এক বছর পরে টি-টোয়েন্টি ফরম্যাটে স্বপ্নের প্রত্যাবর্তন ঘটিয়েছেন মহম্মদ শামি। বুমরার অনুপস্থিতিতে গত কয়েক মাসে একাধিক পেসারকে জাতীয় দলে সুযোগ দিয়ে দেখেছেন অধিনায়ক রোহিত শর্মা। পর্যায়ক্রমে সুযোগ পেয়েও কেউই নিজেকে অপরিহার্য প্রমাণ করতে পারেননি। অথচ টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের পরিকল্পনাতেই না থাকার শামি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পর আজ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র এক ওভার হাত ঘুরিয়েছেন। তাতেই তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি ভারতীয় দলে কতটা অপরিহার্য।
আজ ম্যাচে শুরু থেকে খেলেননি শামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে ১৮৬ রান স্কোরবোর্ডে তুলেও অস্বস্তিতে ছিলেন রোহিত শর্মা রা। ম্যাচের শেষ ওভারে জিততে গেলে অস্ট্রেলিয়াকে তুলতে হতো ১১ রান, যা আজকালকার ক্রিকেটে কোন ফরম্যাটেই আর কঠিন কাজ বলে গণ্য হতে পারে না। এমন অবস্থায় শামিকে বিশ্বকাপের আগে এক ওভার বল করিয়ে রাখার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। কিন্তু সেই এক ওভারেই একটি রানআউট সহ চারটি উইকেট তুলে নিয়ে যা করে দেখালেন শামি, তারপরে রোহিত শর্মার চিন্তা বাড়লো। তিনি বলেই দিয়েছিলেন যে পাকিস্তানের বিরুদ্ধে কেমন দল নামাবেন সেটা তার ভেবে রাখা হয়ে গিয়েছে এবং ক্রিকেটারদের বলে দিয়েছেন। অতি বড় ক্রিকেট বিশেষজ্ঞ এটা দাবী করবেন না যে সেই দলে শামির নাম সেই দলে ছিল। কিন্তু এরপর তাকে নিয়ে ভাবতেই হবে রোহিত শর্মাকে, কারণ ভারতের চলতি মাসগুলোতে সবচেয়ে বড় সমস্যা যা দেখা গিয়েছে সেটা হলো ডেথ বোলিং। আর সেই জায়গাতেই একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো পারফরম্যান্স করেছেন তারকা পেসার।
কিন্তু এই পারফরম্যান্সের আনন্দের মধ্যেই শামির বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠে আসছে। আজ ভারতের প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার আগে যখন অনুশীলন পর্ব চলছিল তখন সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানি ক্রিকেটাররাও। স্বামীকে দেখে কথা বলতে এগিয়ে আসেন পাকিস্তানের তারকা এবং সদ্য চোট সারিয়ে সেরা পেসার শাহীন আফ্রিদি। দুজনের কথা বলার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা নিয়ে নানান রকম কথা হচ্ছে।
অনেকে মজা করে বলেছেন যেহেতু ম্যাচের আগে শামি জানতেন না যে তিনি আজ বোলিং করার সুযোগ পাবেন তাই রাগের মাথায় পাকিস্তানের তারকা পেসারকে ভারতীয় ব্যাটারদের কব্জা করার উপায় বলে দিচ্ছেন তিনি। যে ছবিটি সামনে এসেছে সেখানে সত্যিই দেখা যাচ্ছে যে একাগ্র ছাত্রের মতো মন দিয়ে শামির পরামর্শ শুনছেন পাকিস্তানের এই মুহূর্তে এক নম্বর পেসার।
তবে এই জাতীয় মন্তব্যগুলি মজার ছলে করা হলেও আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্রী হারের ভারতের তারকা পেসারকে সত্যিই এমন সমালোচনার সামনে পড়তে হয়েছিল। সেবার পাকিস্তানের বিরুদ্ধে অত্যন্ত খারাপ বোলিং করেছিলেন শামি। সেইজন্য কিছু মৌলবাদী ভক্ত তার বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন যে তিনি টাকা খেয়ে ইচ্ছা করে পাকিস্তানকে জেতার সুযোগ করে দিয়েছেন। আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একাদশে সুযোগ পেলে সেই সকল নিন্দুকদের নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে মুখের ওপর জবাব দিতে চাইবেন শামি।