বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হারের পর আজ ফর্মে থাকা জিম্বাবোয়ের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যে খুব ভালো পারফরম্যান্স করেছে এমনটা বলা যাবে না। তবু জিম্বাবোয়েকে ৩১ রানের ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভের লড়াইয়ে ফিরে এসেছে তারা। আজ টস ভাগ্যও সহায় ছিল ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরানের। কিন্তু জয় পেলেও বেশ কয়েকটা চিন্তার জায়গা থেকে গেছে ক্যারিবিয়ানদের জন্য।
আজ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সময় ইনিংসের শেষ ওভারে একটি মজার ঘটনা ঘটে। সেই সময়ে ব্যাটিং করছিলেন আকিল হোসেন এবং রোভম্যান পাওয়েল। বোলিং করছিলেন ব্লেসিং মুজারাবানি। এই সময় ওই শেষ ওভারে দুটি ছক্কা মারেন পাওয়েল। যার মধ্যে একটির ক্ষেত্রে বলটি ১০৪ মিটার দূরত্বে গিয়ে পড়েছিল। সেই শট দেখে তার সতীর্থ আকিল হোসেন মাথায় হাত দিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। সেই বিশেষ মুহূর্তের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
রোভম্যান পাওয়েল ২৮ এবং আকিল হোসেন ২৩* রান করে দলকে ১৫০-এর গন্ডি পেরোতে সাহায্য করেছিলেন। জিম্বাবোয়ের সিকান্দার রাজার দুরন্ত বোলিং (৩/১৯) সত্ত্বেও ১৫৪ রানের টার্গেট রাখতে পেরেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। এরপর দ্বিতীয় ইনিংসে আলঝারী জোসেফ (৪/১৬) এবং জেসন হোল্ডারের (৩/১২) দাপটে ১৮.২ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায় আফ্রিকার দলটি।
আজকের প্রথম রাউন্ডের অপর ম্যাচে মিচেল জোনসের ৫৫ বলে ৮৬ রানের ইনিংসের ওপর ভর করে ১৭৬ রানের স্কোর খাড়া করেছিল স্কটল্যান্ড। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে এই ম্যাচে জয়ের আশা করেছিল তারা। কিন্তু কুর্তিশ ক্যাম্পহারের ৩২ বলে ৭২ রানের ইনিংসে ভর করে ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড।
এই দুই ম্যাচের পর গ্রুপ ‘বি’-এর লড়াই বেশ জমে উঠেছে। দুটি ম্যাচ খেলার পর প্রত্যেকটি দলই একটি ম্যাচ হেরে এবং একটি ম্যাচ জিতে দুই পয়েন্টে রয়েছে। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড বনাম জিম্বাবুয়ে ম্যাচের মধ্যে যারা বিজয়ী হবে তারাই সুপার টুয়েলভের টিকিট পেয়ে যাবে।