বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল আনুষ্ঠানিকভাবে বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলীর মেয়াদ শেষ হয়ে গেছে মঙ্গলবার থেকে ভারতীয় ক্রিকেটের শুরু হয়ে গেছে রজার বিনি জামানা। ১৯৮৩ বিশ্বকাপ জয়ের নায়ক এবং সেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়া মিডিয়াম পেসার ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৬ তম সভাপতি নির্বাচিত হয়েছেন। দায়িত্ব নেওয়ার পরেই তার প্রথম বক্তব্যে বিনি জানিয়েছেন কিছু ক্রিকেটার কেন এত ঘনঘন চোট পাচ্ছেন সেই ব্যাপারটা এবার ভারতীয় ক্রিকেট বোর্ড তলিয়ে দেখবে।
নতুন সভাপতির বিষয়ে পুরনো সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কিছু বলার আছে কিনা সেই নিয়ে তাকে প্রশ্ন করা হলে বিনিকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন সৌরভ। সৌরভ নিজের বক্তব্যে বলেছেন, “আমি রজারকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাতে চাই। একটা নতুন গ্রুপ এবার ভারতীয় ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বিসিসিআই সুরক্ষিত হাতেই রয়েছে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য আমার আগাম শুভেচ্ছা রইল।”
বিনি এখন সভাপতি হিসেবে একাধিক পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। পরিকল্পনাগুলি রূপায়ণ করতে অর্থনৈতিকভাবে কোন সমস্যা হওয়ার কথা নয়। সদ্য বিসিসিআই কোষাধ্যক্ষের দায়িত্ব ছাড়া অরুন ধূমল জানিয়ে দিয়েছেন যে গত তিন বছর ধরে বিসিসিআইয়ের কোষাগার ফুলে-ফেঁপে উঠেছে এবং আগের যে অবস্থায় ছিল বিসিসিআই তার চেয়ে আরো কয়েকগুণ বেশি সম্পত্তি হয়েছে তাদের।
১৮ই অক্টোবর অরুন জানিয়েছেন যে গত তিন বছরে বিসিসিআইয়ের কোষাগারে ঢুকেছে ৬০০০ কোটি টাকা। ২০১৯ সালে ২৩ শে অক্টোবর যখন সৌরভ দায়িত্ব নিয়েছিলেন তখন ভারতীয় বোর্ডের সম্পত্তি ছিল ৩৬৪৮ কোটি টাকা। সেই সম্পত্তির পরিমাণ এখন বেড়ে দাঁড়িয়েছে ৯৬২৯ কোটি টাকা।
আগামী বছরগুলোতে বিসিসিআইয়ের আয় যাতে আরো বৃদ্ধি পায় সেই ব্যবস্থাও হয়ে গেছে সৌরভের সভাপতি থাকাকালীনই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার স্বত্ব বাবদ আগামী পাঁচ বছরে বিসিসিআইয়ের কোষাগারে ঢুকবে ৪৮,৩৯০ কোটি টাকা। গতবছর দুটি নতুন আইপিএল দল গুজরাট টাইটানস এবং লখনৌ সুপারজায়ান্টস যোগ দেওয়ার পর প্রায় ১৩,০০০ কোটি টাকার কাছাকাছি লাভ হয়েছে বোর্ডের। সৌরভের আমলে বিসিসিআইয়ের আয় যে অনেক গুণ বেড়েছে এটা তার অতি বড় নিন্দুকও অস্বীকার করতে পারবেন না।