শিবপুরে কোটি কোটি টাকা উদ্ধার! অবশেষে পুলিশের জালে শৈলেশ-সহ ৪, গ্রেফতার ভিনরাজ্য থেকে

বাংলা হান্ট ডেস্কঃ শিবপুর (Shibpur) কাণ্ডে অবশেষে পুলিশের জালে ধরা পড়লো পাণ্ডে ভাইয়েরা। একইসঙ্গে তাদের সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ। হাওড়ার (Howrah) শিবপুরে গাড়ি এবং ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় উড়িষ্যা (Odisa) এবং গুজরাট (Gujrat) থেকে মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এদিন ট্রানজিট রিমান্ডে তাদের কলকাতা (Kolkata), নিয়ে আসা হবে বলে খবর।

উল্লেখ্য, কয়েকদিন পূর্বে হাওড়ার শিবপুরের মন্দিরতলা এলাকার এক ব্যবসায়ীর গাড়ির ভিতর কোটি কোটি টাকা উদ্ধার করে হাওড়া এবং কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পরবর্তীতে তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সবমিলিয়ে মোট ৮ কোটি ১৫ লক্ষ টাকার খোঁজ পাওয়া যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র আর এবার অভিযুক্তদের গ্রেফতার করার মাধ্যমে আরও একাধিক নয়া তথ্য সামনে উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, শৈলেশ পাণ্ডে নামে অভিযুক্ত ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানোর আগেই গোটা পরিবারসহ পলাতক হয় সে  পরবর্তীতে শৈলেশ, তার ভাই অরবিন্দ পাণ্ডে, রোহিত পাণ্ডে এবং এক সহযোগীর উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দেয় পুলিশ। অবশেষে এদিন উড়িষ্যা থেকে তিন ভাই এবং গুজরাট থেকে তাদের এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

কিভাবে প্রকাশ্যে এলো এই ঘটনা? সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে পুলিশের কাছে লেনদেন প্রসঙ্গিত অভিযোগ আসায় হাওড়ার শিবপুর এলাকায় হানা দেয় তারা এবং পরবর্তীতে ৮ কোটির অধিক অর্থ উদ্ধার হওয়ার পাশাপাশি একাধিক সোনা, হিরে এবং রুপোর গয়নাও মেলে, যার পরই ঘটনার তদন্ত শুরু করে দেয় ইডি অফিসাররা। সূত্রের খবর, শৈলেশ পাণ্ডে এবং তার ভাইদের দায়িত্ব ছিল কালো টাকা সাদা করা। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নাইজেরিয়া থেকে প্রতারণামূলক অ্যাপ কলকাতায় বসে নিয়ন্ত্রণ করত পাণ্ডে ভাইয়েরা। এই ঘটনায় ইতিমধ্যেই ২০৭ কোটি টাকার লেনদেনের হদিশ পেয়েছে পুলিশ।

Howrah Money Recovered

যদিও এই ঘটনার খবর সামনে আসতেই গোটা পরিবারসহ এলাকা ছেড়ে পালায় শৈলেশ। এক্ষেত্রে ভিন রাজ্যে গিয়ে আত্মগোপন করলেও অবশেষে পুলিশের জালে ধরা পড়ল তারা। এদিন ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসার পাশাপাশি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তের মূল রহস্য সন্ধানে তৎপর প্রশাসন।

Sayan Das

সম্পর্কিত খবর