বাংলাহান্ট ডেস্ক : হাওড়ার ডোমজুড়ে চাঞ্চল্য। আগুন ধরিয়ে দেওয়া হয় ম্যাটাডোরে। গরু চোর সন্দেহ এক যুবকে বেঁধে চালানো হয় মারধোর। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। জানা গিয়েছে, শনিবার রাতে ডোমজুড়ের পাকুড়িয়া এলাকার বাসিন্দারা দেখতে পান একটি গরুকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা চালাচ্ছে কয়েকজন ব্যক্তি।
সূত্রের খবর, স্থানীয়দের সন্দেহ হয় উক্ত যুবকরা গরু পাচারের চেষ্টা চালাচ্ছে। সঙ্গে সঙ্গে তারা ধাওয়া করে সেই যুবকদের। উত্তপ্ত জনতার কবল থেকে তিনজন পালিয়ে যেতে পেরেছে বলে মনে করা হচ্ছে। ধরে পড়ে যায় একজন। তাকে বেঁধে রেখে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। গরু পাচারের অভিযোগে অভিযুক্ত ওই যুবকের নাম মহম্মদ ইজহার।
অভিযোগ, চার যুবক মিলে গরু পাচারের চেষ্টা করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এরপরেই পর্যায়ক্রমভাবে ঘটে একের পর এক ঘটনা। শনিরাত গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে জোমজুড়ের পাকুড়িয়া। যে গাড়িতে গরু পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ, সেই গাড়ি বা ম্যাটাডোরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। মহম্মদ ইজহারকে বেঁধে রেখে মারধোর করা হয়।
ঘটনার খবর পাওয়ার পরেই সেখানে উপস্থিত হয় পুলিশ। উদ্ধার করা হয় মহম্মদ ইজহারকে। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধারের পর গভীর রাতেই তাকে থানায় নিয়ে যাওয়া হয়। আক্রমণের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ৬ জনকে আটক করেছে বলে জানা গিয়েছে। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে খবর । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আক্রান্ত যুবককে।