হাতে পার্থ-মানিকের মুণ্ডু! কালীপুজোর দিনে শ্যামা মায়ের রুদ্ররূপ ধারণ চাকরিপ্রার্থীদের

বাংলাহান্ট ডেস্ক : আজ ১২৫ দিনে পড়ল উচ্চ প্রাথমিক টেট পরীক্ষার্থীদের অনশন। তাদের নিকটেই আবার অবস্থান বিক্ষোভ করছে গ্রুপ সি ও গ্রুপ ডি এর চাকরি প্রার্থীরা। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে চাকরিপ্রার্থীদের দুই অবস্থার মঞ্চ আজ এক হয়ে গেল নাটকের জন্য।

লক্ষ্মী পুজোর দিন দেখা যায় ধর্মতলায় বিক্ষোভকারি চাকরি প্রার্থীরা এক চাকরি প্রার্থীকে দেবী লক্ষী সাজিয়ে আরাধনা করছেন। এবার কালীপুজোর দিন এই দুই শিবির থেকে অভিনব ভাবে প্রতিবাদ জানানো হলো। নাটকের মঞ্চে দেখা গেল, এক পরীক্ষার্থীকে সাজানো হয়েছে মা কালী হিসাবে। তবে সবার নজর কেড়ে নিয়েছে মা কালীর হাতে থাকা নরমুণ্ডুর বদলে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের ছবি।

আন্দোলনকারীরা জানাচ্ছেন, মানিক ভট্টাচার্য ও পার্থ চট্টোপাধ্যায়ের জন্য তাদের জীবনে নেমে এসেছে অন্ধকার। আলোর উৎসব দীপাবলির দিনেও তাই তারা কাটাচ্ছেন অন্ধকারের মধ্যে। অতীতেও উৎসবের দিনেও নিজেদের প্রতিবাদ মঞ্চ থেকে এক চুলও সরেননি চাকরি প্রার্থীরা। দুর্গাপুজো বা লক্ষ্মী পুজো, সব উৎসবেই চাকরি প্রার্থীরা লড়াই চালিয়ে গেছেন একত্রে।

jpg 20221024 182609 0000

তাদের দাবি, নিয়োগপত্র হাতে না পেলে তারা এই আন্দোলন মঞ্চ থেকে যাবেন না। আজ কালীপুজোর দিন দেখা গেল তারা পুরনো দিনের মতোই এক চাকরি প্রার্থীকে মা কালী সাজিয়ে মঞ্চস্থ করছেন নাটক। এদিন ধর্মতলায় চাকরিপ্রার্থীদের প্রতিবাদ মঞ্চে যান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তার সাথে ছিলেন শতরূপ ঘোষ এবং ইন্দ্রজিৎ ঘোষ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর