বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে নীলগাইয়ের সংখ্যা সারা পৃথিবীতে খুবই কমই এসেছে। বিপন্ন প্রায় প্রজাতিতে পরিণত হয়েছে এই নীলগাই। কিন্তু হঠাৎই যদি দেখেন আপনার বাড়ির চারপাশে একটি নীলগাই ঘুরে বেড়াচ্ছে ? ঠিক এমনটাই ঘটেছে বীরভূমের একটি গ্রামে। আর তাই দেখে চোখ কপালে উঠেছে স্থানীয় গ্রামবাসীদের।
নীলগাইয়ের নাম তো আমরা অনেকেই শুনেছি কিন্তু এক্কেবারে নিজের চোখের সামনে তাকে দেখার ভাগ্য হয়েছে কজনের! চলতি সপ্তাহে মঙ্গলবার হঠাৎই বীরভূমের পারুই থানার অন্তর্ভুক্ত অবিনাশপুর নামক অঞ্চলে একটি নীলগাইকে ইতস্তত ভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায়। সকাল সকাল এমন বৃহদাকার একটি প্রাণীকে দেখে সকলেই ভেবেছিল হয়তো কোন হরিণ চলে এসেছে কোথাও থেকে। একদিকে ভয় অন্যদিকে তাকে যা খুশি করার ইচ্ছা সবমিলিয়ে দলে দলে মানুষ জড়ো হচ্ছিল দিকে দেখতে।
আর তারমধ্যেই বনদপ্তর কেউ কেউ একজন খবর পাঠিয়ে দিয়েছিল যে তাদের এলাকায় একটি হরিণ দেখতে পাওয়া গেছে। তারপরেই সেখানে উপস্থিত হয় বনদপ্তরের কর্মীরা। তারা সেই হরিণটিকে দেখে বলেন যে এতে আসলে হরিণ নয় এটি হলো একটি নীল গাই। প্রাথমিকভাবে অনুমান করা হয় সেই নীলগাইটি ঝাড়খন্ড অঞ্চল থেকে দলছুট হয়ে কোন ভাবে বীরভূমের লোকালয় ঢুকে পড়েছে।
এদিকে সেই নীলগাইটিকের দেখতে যে বিশাল পরিমাণ ভিড় জমে যাচ্ছিল তার ভয়ে প্রাণীটি আবার পালাতে শুরু করে। তাকে উদ্ধার করতে মোট চারটি বনদপ্তরের দিন সেখানে যায় অবশেষে তাকে উদ্ধার করে নিয়ে যায় তারা। দুবরাজপুর ,বীরভূম, সিউড়ি ও বোলপুরের মোট চারটি বনদপ্তর কর্মীর টিম মুখ সাড়ে পাঁচ ঘন্টা ধরে প্রচেষ্টা চালায় ওই নীল গাইটিকে উদ্ধার করার জন্য। এবং অবশেষে তারা সক্ষম হয় তাকে ধরতে। বনদপ্তরের পক্ষ থেকে জানা গেছে যে, উদ্ধার করা নীল গাইটিকে খুব তাড়াতাড়ি তার উপযুক্ত পরিবেশে পুনর্বাসন করা হবে। এবং সে যাতে পুনরায় দলছুট হয়ে লোকালয়ে না ঢুকে পড়ে সেদিকেও রাখা হবে নজরদারি।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…