ডায়মন্ড হারবারে কালী মূর্তি ভাঙচুর! তদন্তে নেমে বড়সড় রহস্য ফাঁস করল পুলিশ

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের রামনগরে কালীমূর্তি ভাঙচুরের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার খোদ মূর্তিকার! মূর্তিকার প্রভাত সর্দার স্বীকার করেছেন যে কালীপূজোর আগের রাতে রাগের বশে মদ্যপ অবস্থায় নিজেই নিজের তৈরি কালী মূর্তিগুলি ভেঙেছেন তিনি। এরপর ঘটনার মোড় ঘোরানোর জন্য সেইসব ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবিগুলিকে নিয়ে শুরু হয় ‘ধর্মীয় খেলা।’

ডায়মন্ড হারবারারের এসপি বুধবার একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, অভিযোগ পেয়ে আমরা এই ঘটনার তদন্তে নামি। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করি মৃৎশিল্পী প্রভাত সর্দারকে। তিনি জানান যে গত ২৩ শে অক্টোবর নিজেই রাত্রিবেলা মদ্যপ অবস্থায় মূর্তিগুলি ভেঙেছেন। এই মূর্তিগুলি যে গ্রাহকরা অর্ডার দিয়েছিলেন তাদের মূর্তিগুলি পছন্দ হয়নি। এরপর রাগের বশে তিনি সেই মূর্তিগুলি ভাঙেন।  পরের দিন সকালবেলা এই ঘটনার মোড় অন্যদিকে ঘোরানোর জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ভাঙা মূর্তির ছবি পোস্ট করেন।”

jpg 20221026 191933 0000

প্রসঙ্গত, ডায়মন্ড হারবারের রামনগর থানা এলাকার নুরপুরের মুকুন্দপুর মোড়ে কালীপুজোর দিন মৃৎশিল্পী প্রভাত সরদারের মূর্তি তৈরির কারখানা থেকে উদ্ধার করা হয় ৪ টি বিকৃত কালী মূর্তি। প্রভাত সরদার দাবি করেন কালীপুজোর আগের রাতে দুষ্কৃতীরা তার কারখানায় ঢুকে কালী মূর্তি ভাঙচুর করেছে। এরপর পুলিশি তদন্তে প্রভাত স্বীকার করে নেন যে তিনি নিজেই ওই মূর্তি গুলি ভেঙেছেন। তারপর পুলিশের পক্ষ থেকে প্রভাত সর্দার সহ ২ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর