১০০ টাকায় গোটা মাসের মুদি বাজার! রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে কোটি কোটি মানুষ প্রত্যক্ষভাবে রেশনের (Ration) সুবিধা পান। তবে, এবার রেশন কার্ডধারীদের (Ration Card Holder) জন্য মিলল অসাধারণ একটি সুখবর। এমতাবস্থায়, আপনিও যদি একজন রেশন কার্ডধারী হন, সেক্ষেত্রে নিঃসন্দেহে ওই প্ৰতিবেদিনটি আপনাকে খুশি করবে।

ইতিমধ্যেই সম্প্রতি, কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশনের প্রকল্পের সুবিধাটিকে আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এরপরে, রাজ্য সরকারগুলিও কার্ডধারীদের জন্য একাধিক ঘোষণা করছে। ঠিক সেই আবহেই এবার চিনির দাম কমানোর ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল সরকার।

চিনির জন্য দিতে হবে এত টাকা: বর্তমানে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে সরকার চিনির দাম কমানোর ঘোষণা করেছে। যার ফলে চিনির জন্য প্রতি কেজিতে মাত্র ২০ টাকা খরচ করতে হবে। জানা গিয়েছে যে, সরকারের এই ঘোষণার সুবিধা পাবেন অন্ত্যোদয় কার্ডধারীরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ঘোষণার ফলে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে অনেকটাই স্বস্তি পাবেন সংশ্লিষ্ট কার্ডধারীরা। পাশাপাশি উৎসবের মরশুমে, সরকার কর্তৃক প্রদত্ত এই সুবিধা বিনামূল্যে রেশনের সুবিধা গ্রহণকারীদের মন জয় করে নিয়েছে।

কি ঘোষণা করেছে সরকার: কেন্দ্রীয় সরকারের ঘোষণার পাশাপাশি রাজ্য সরকারগুলিও রেশনের ক্ষেত্রে দীপাবলির বিশেষ উপহার প্রদান করছে। উৎসবের আবহে মহারাষ্ট্র সরকার রেশন কার্ডধারীদের জন্য ইতিমধ্যে একটি দুর্দান্ত ঘোষণা করেছে। এর অধীনে, সরকার মাত্র ১০০ টাকায় বিভিন্ন খাদ্যদ্রব্য কেনার সুযোগ করে দিচ্ছে। যেখানে এক কেজি সুজি, ভোজ্য তেল, হলুদ মসুর ডাল এবং চীনাবাদাম পাওয়া যাবে ১০০ টাকায়।

Ration Card 2

শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদটি আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কারণে সারা দেশে কার্ডধারীদের মধ্যে আনন্দের রেশ দেখা গিয়েছে। এমতাবস্থায়, মহারাষ্ট্র সরকারের এই ঘোষণা সংশ্লিষ্ট রাজ্যের রেশন কার্ডধারীদের দীপাবলিকে আরও আলোকিত করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর