এবার উল্টো সুরে গাইছে ড্রাগন! ‘আমি ভারতের বড় ভক্ত’, দাবি চিনা আধিকারিকের

বাংলাহান্ট ডেস্ক : ভারত (India)এবং চিনের (China) পারস্পরিক দ্বন্দ্বের কাহিনি সকলেরই জানা। গালোয়ানের সংকটের পর লাদাখে পরিস্থিতি উত্তপ্ত ছিল দীর্ঘদিন। কূটনৈতিক ভাবেও বারবার ভারতের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে চিন। এবার উল্টো পথে হেঁটে সেই চিনই ভারতের প্রশংসায় পঞ্চমুখ হল। বাংলাদেশে চিনের এক কূটনীতিক দাবি করলেন, তিনি নাকি ব্যক্তিগতভাবে ভারতের অতি বড় ভক্ত। বুধবার চিনের রাষ্ট্রদূত লি জিমিং জানান, চিন ও ভারত একযোগে কাজ করলে সমস্ত সমস্যার সমাধান করতে পারে। অর্থনৈতিক, ভৌগলিক সমস্যার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাজ করার বার্তাও এদিম দেন তিনি।

জানা যাচ্ছে, গত বুধবার বাংলাদেশে কূটনীতি সংক্রান্ত একটি আলোচনা চলাকালীন এমন দাবি করেছেন ওই কূটনীতিক। তাঁর দাবি, চিন কখনই ভারতকে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করেনি। তিনি আরও দাবি করেন, বঙ্গোপসাগর অস্ত্রে সাজানো থাকবে, এমন দৃশ্য কোনও দিনই দেখতে চায়নি চিন।

অপরদিকে, বুধবারই ভারতের চিনা রাষ্ট্রদূত সান ওয়েডং বলেন, ভারত ও চিন দুই দেশেরই একে অপরের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো উচিত নয়। মেয়াদ শেষ হওয়ায় বিদায়ী বার্তা দিতে গিয়ে তিনি উল্লেখ করেন, দুই দেশের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। তাঁর মতে, দুই দেশের মতপার্থক্য থাকাই উচিত নয়। আর এদিনই বাংলাদেশের চিনা কূটনীতিকের মুখে শোনা গিয়েছে ভারত-প্রীতির কথা।

বিদেশমন্ত্রী জয়শঙ্করের মুখোমুখিও হন ভারতের চিনা রাষ্ট্রদূত সান ওয়েডং। জয়শঙ্করও দুই দেশের সমস্যা সমাধানের কথা বলেন। তিনি মনে করেন, ভারত ও চিনের মধ্যে সমস্যা মিটে যাওয়ার ক্ষেত্রে আগ্রহী হবে বিশেষ অন্যান্য রাষ্ট্রও। তাঁর মতে, পরস্পরের প্রতি শ্রদ্ধা, সংবেদনশীলতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় না থাকলে দ্বিপাক্ষিক সম্পর্কও স্বাভাবিক হবে না বলে মনে করেন ভারতের বিদেশমন্ত্রী।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর