ভারতের পর জিম্বাবোয়ে! টানা দ্বিতীয় ম্যাচে হার পাকিস্তানের, প্রায় নিশ্চিত বিশ্বকাপ থেকে বিদায়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অভাবনীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস লিখলেন সিকান্দার রাজারা। ভারতের বিরুদ্ধে হারের পর খাতায় কলমে অনেক দুর্বল জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নেমেও হাড্ডাহাড্ডি ম্যাচে এক রানে হার মানতে হল বাবর আজমদের। পাকিস্তানি বোলারদের দুরন্ত বোলিং ব্যর্থ হয়ে গেল ব্যাটসম্যানদের ব্যর্থতায়। অসাধারণ বোলিং করে জিম্বাবোয়ের সিকান্দার রাজা এই অসম্ভবকে সম্ভব করতে আফ্রিকার দেশটিকে সাহায্য করেন।

টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা মন্দ করেনি জিম্বাবোয়ে। পাওয়ার প্লে-তে ৪৭ রান তুলে ফেলেছিল তারা। তারপরেও বেশ ছন্দময় গতিতে রান উঠছিল তাদের। কিন্তু ১৪ ও ১৫ তম ওভারে ৯৫ রানে পরপর ৪ উইকেট হারিয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। শেষপর্যন্ত বাকি ৫ ওভারে ১৩০ রানের বেশি এগোতে পারেনি আফ্রিকার দেশটি। ৪ উইকেট নেন মহম্মদ ওয়াসিম। ৩ উইকেট আসে পাক লেগস্পিনার শাদাব খানের ঝুলিতে।

রান তাড়া করতে নেমে শুরুতেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে। ভারতের বিরুদ্ধে ফ্লপ হওয়া দুই ওপেনের আজ জিম্বাবোয়ের বিরুদ্ধেও ব্যর্থ। ভারতের বিরুদ্ধে অর্থশোধন করা শান মাসুদ আজও এককভাবে লড়াই করছিলেন কারণ গোটা পাকিস্তান আজ জিম্বাবুয়ের গোলেরদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন। দুর্দান্ত বোলিং করেন জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ফেসবুকে কিছুটা লড়াই করছিলেন মহাম্মদ নওয়াজ। শেষ ওভারে জিততে গেলে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রানের। বল করছিলেন ব্র্যাডলি ইভান্স। প্রথম দুই বলে সাত রান আসে। কিন্তু তারপরের চার বলে অসাধারণ বোলিং করে মাত্র এক রান দিয়ে দুটি উইকেট নেন ইভান্স। ১ রানে ম্যাচ জেতে জিম্বাবোয়ে। এক ওভারে সিকান্দার রাজা এবং শাদাব খানকে আউট করে এবং শেষ বলে চাপের মাথায় অসাধারণ রান আউট করে ম্যাচের হিরো সিকান্দার রাজা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর