বাংলাহান্ট ডেস্ক : আবার হিংসার বলি শৈশব। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার (Blast in Kankinara) পর এবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর (Blast in Narendrapur)। ফের দুষ্কৃতী দৌরাত্ম্যের আক্রান্ত শৈশব। বোমার আঘাতে জখম ৫ নাবালক।
নরেন্দ্রপুরের দাসপাড়ায় দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হয়েছে ৫ নাবালক। কিন্তু হামলার শিকার হল নাবালকরা? স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা বলার পরেও মাঠ না ছাড়ায় ছোড়া হয় বোমা। পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা, দাবি স্থানীয়দের। বোমার আঘাতে আহত নাবালকদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস।
গত মঙ্গলবারই সকাল সাতটা নাগাদ কাঁকিনাড়া স্টেশনের কাছে প্রেমচাঁদনগরের লাইন ধারে এই ঘটনাটি ঘটেছে। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় একটি বোমাকে বল ভেবে খেলতে গিয়েছিল ছয় বছরের চিকু পাসওয়ান। সেই সময় ঘটে বিপত্তি। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ। অন্যদিকে, এই ঘটনায় গুরুতর আহত হন ১১ বছরের মহেশ সাউ। তার একটি হাত বিস্ফোরণে গুরুতর জখম হয়। তড়িঘড়ি তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপরই তৎক্ষনাৎ তাকে কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবারের শ্যুটআউটের পর মঙ্গলবার বিস্ফোরণে শিশুর মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। দীপাবলির পরের দিনই এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। গোটা ঘটনার প্রেক্ষিতে তদন্তে নেমেছে পুলিস।
এই ঘটনা প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, ‘ভাটপাড়া পুলিস স্টেশন বহু অপরাধীদের ধরছে। বহু অপরাধী এলাকাছাড়া। কিন্তু, আজ সকালে যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। ওখানে একটা অপরাধী রয়েছে। আমি পুলিসকে বলব জগদ্দল এলাকাকে জুয়ার ঠেক মুক্ত করতে হবে। জুয়ার ঠেকে কেউ বোমা নিয়ে যাচ্ছে। রেখে দিচ্ছি। রেল লাইনে আগেও বোম পাওয়া গিয়েছিল। বোমা রেখে অনেকে জুয়া খেলতে যায়। এই জুয়ার ঠেকগুলো বন্ধ করে দেওয়া হলে অনেকটাই এলাকাটিকে অপরাধমুক্ত করা সম্ভব হবে। এলাকাবাসীর কাছে অনুরোধ শিশুদেরও নজরে রাখুন।’