বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে বিরাট কোহলি ব্যাট হাতে ভারতীয় দলের হয়ে অসাধারণ ফর্মে রয়েছেন। এশিয়া কাপ থেকেই কোহলি নিজের পরিচিত ছন্দ খুঁজে পেয়েছিলেন। এখন বিশ্বকাপের মঞ্চেও তিনি নিজেকে সমানভাবে মেলে ধরেছেন। তার ব্যাক থেকে সেই চির পরিচিত কভার ড্রাইভ, ফ্লিক বা স্টেপ আউট করে বোলারের মাথার ওপর দিয়ে বল গ্যালারিতে পাঠানোর পরিচিত দৃশ্য গুলি আবার ফিরে ফিরে আসছে।
বিরাট কোহলি চলতি বিশ্বকাপে দুটি অর্ধশতরান করে ফেলেছেন ইতিমধ্যেই। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রায় হেরে যাওয়া অবস্থা থেকে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন বিরাট। দ্বিতীয় ম্যাচে দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে দাপটের সাথে ব্যাটিং করে অর্ধশতরান করেছেন তিনি। এরপর তার প্রশংসা করেছেন দীর্ঘদিন ধরে বাংলার হয়ে ক্রিকেট খেলা অর্ণব নন্দী।
কিন্তু বিরাট কোহলির প্রশংসা করতে গিয়ে তিনি যেন হালকা করে খোঁচা মেরেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। যদিও সরাসরি প্রাক্তন ভারত অধিনায়কের নাম উল্লেখ করেননি তিনি। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, “বিরাট মাঠেই সুন্দর আর অন্যজন সস্তা রাজনীতিতে।”
পরবর্তীকালে তাকে যখন প্রশ্ন করা হয় তিনি এই মন্তব্য সৌরভ গাঙ্গুলীকে লক্ষ্য করে করেছেন কিনা, তখন সেই প্রশ্নের জবাব দিতে চাননি অর্ণব। তিনি জানিয়েছেন, “আমি কাউকে নিয়ে কোনও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করিনি, যার যেমনটা বোঝার সে তেমনটা বুঝে নেবে বিরাট দারুণ ক্রিকেট খেলছে আমি ওর খেলায় মুগ্ধ হয়েই এই মন্তব্য করেছি। এতে যদি কারোর খারাপ লাগে তাহলে আমার কিছু করার নেই।”
আগের বছর যখন বিরাট কোহলির হাত থেকে ওডিআই অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল, তখন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির বক্তব্যে অমিল পাওয়া গিয়েছিল। যার জন্য অনেকেই মনে করেছিলেন যে বিরাটের অধিনায়কত্ব হারানোর পেছনে সৌরভের প্রত্যক্ষ হাত রয়েছে। তাই চলতি মাসে যখন সৌরভ বিসিসিআই সভাপতির পদ হারান, তখনও অনেকেই সেই বিষয়টিকে কর্মফল বলে মন্তব্য করেছিলেন। তবে বিসিসিআই সভাপতি এর পথ হারিয়ে আপাতত সিএবি সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন সৌরভ। তাই জন্যই কি এমন পরোক্ষ খোঁচা অর্ণবের?