বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আইএসএলের মঞ্চে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। দুই দলই নিজেদের শেষ ম্যাচ জিতে এই ডার্বি খেলতে নামছে। ইতিমধ্যেই চলতি মরশুমে একটি ডার্বি খেলে ফেলেছে তারা। ডুরান্ডের সেই ডার্বিতে সুমিত পাসির আত্মঘাতী গোলে জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে সবুজ মেরুন সমর্থকরা ডার্বি বয়কট করবেন। কিন্তু ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে ডার্বির সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আরো একবার যে যুবভারতীতে মায়াবী পরিবেশ তৈরি হতে চলেছে দুই দলের সমর্থকদের তৈরি করা শব্দব্রহ্মের মাধ্যমে, তাতে কোনও সন্দেহ নেই।
খাতায় কলমে কিছুটা এগিয়ে থাকা এটিকে মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল নিজের ৯ বছরের ডার্বি খেলার অভিজ্ঞতা থেকে জানিয়েছেন যে এই ম্যাচের আগে কেউই ফেভারিট নয়। তিনি বলেছেন, “ডার্বি সবসময় ৫০-৫০। আমরা শেষ কয়েকটা ম্যাচে জিতেছি বলে আমরা ফেভারিট আর ইস্টবেঙ্গল শেষ কয়েকটা ম্যাচে জিততে পারেনি বলে ওরা ফেভারিট নয় এমনটা নয়।”
এইমুহূর্তে ইস্টবেঙ্গল আক্রমণভাগের সেরা অস্ত্র ক্লিয়েটন সিলভাকে কিভাবে আটকাবেন সেই নিয়েও মুখ খুলেছেন প্রীতম। তিনি বলেছেন, “সিলভার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, কাল যখন ও মাঠে নামবে তখন ও একা মাঠে নামবে না। ইস্টবেঙ্গলও টিম গেম খেলার লক্ষ্য নিয়েই নামবে। সিলভাকে আটকানোর দায়িত্ব শুধুমাত্র আমার নয়, গোটা ডিফেন্সের। আশা করি মাঠে যা হবে ভালোই হবে এবং দিন শেষে সমর্থকদের মুখে হাসি থাকবে, যেটা একটা বড় প্রাপ্তি।”
অপরদিকে শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারানোর পর কিছুটা আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল শিবির। বড় ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল কোচ জানান, “এই ম্যাচ নিয়ে আমরা অতিরিক্ত চাপ নিচ্ছি না। হ্যাঁ, এটা একটা বড় ম্যাচ কিন্তু চাপ আমি তখনই চাপ নিয়ে থাকি যখন বাড়িতে কোনও আত্মীয় অসুস্থ থাকে। আমাদের নিজেদের কাজটার জন্য পয়সা দেওয়া হচ্ছে। তাই আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। ডার্বির অংশ হতে পারাটা একটা খুবই গর্বের ব্যাপার। ভারতীয় ফুটবলে এর চেয়ে বড় কিছু হতে পারে না।”
ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লিয়েটন সিলভা উচ্ছসিত দর্শকদের সামনে খেলবার সুযোগ পেয়ে। তিনি বলেছেন, “৬০,০০০ বা ৭০,০০০ লোকের সামনে যখন আপনি খেলতে নামেন তখন ভেতর থেকে ভাল খেলার অনুপ্রেরণা পেয়ে যাবেন। আমরা সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই। তাদের সমর্থনটা আমাদের কাছে বড় ব্যাপার।” ডার্বির আগে সম্পূর্ণ রূদ্ধদ্বার অনুশীলন সেরেছে ইস্টবেঙ্গল। অপরদিকে সবুজ মেরুণ কোচ জানিয়েছেন যে বিপক্ষের আঁটোসাঁটো ডিফেন্সকে ভাঙার জন্য পরিকল্পনা তৈরি করছেন তারা। দুই দলের সমর্থকরাই নানা কারণে মানসিক যন্ত্রণায় ভুগছেন ক্লাবকে নিয়ে। কাদের যন্ত্রণায় আজ মলম লাগাবে ডার্বি? উত্তর জানতে অপেক্ষা আর কয়েক ঘন্টার।