বাংলা হান্ট ডেস্কঃ পুনরায় একবার লটারি টিকিট (Lottery Ticket) কেটে কোটিপতি হওয়ার ঘটনা সামনে এলো। এবারেও ১ কোটি টাকা জিতে নিলেন শাসকদলের পরিবারের এক সদস্য। সম্প্রতি একটি লটারির টিকিট কাটেন বীরভূমের (Birbhum) নলহাটির (Nalhati) তৃণমূল (Trinamool Congress) বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংহের (Rajendra Prasad Singh) ভাইয়ের বউ। সেই টিকিটেই এবার কোটিপতি হয়ে গেলেন তিনি। এই প্রসঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ভাইরাল হয়ে চলেছে আর এতেই শোরগোল ছড়িয়ে পড়েছে সর্বত্র।
উল্লেখ্য, সাম্প্রতিক সময় লটারির টিকিট কেটে তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের পরিবারের লোকজনের কোটিপতি হওয়ার একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। এ বছরের শুরুর দিকে লটারি টিকিটে ১ কোটি টাকা জিতে নেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। বর্তমানে গরু পাচার মামলায় হেফাজতে থাকলেও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র।
শুধু তাই নয়, সম্প্রতি কলকাতার জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী রুচিকাও একইভাবে কোটিপতি হন আর এবার সেই তালিকায় যুক্ত হল রাজেন্দ্র প্রসাদ সিংহের ভাই রাকেশ সিংহের বউয়ের নাম। উল্লেখ্য, রাকেশের স্ত্রী নেরু সিংহের এক কোটি টাকা জয়লাভের একটি ছবি ক্রমাগত ভাইরাল হয়ে চলেছে। এক্ষেত্রে লটারি সংস্থার ওয়েবসাইটেও এই সংক্রান্ত খবর প্রকাশ পাওয়ায় তীব্র শোরগোলের সৃষ্টি হয়েছে।
এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, “এই বিষয়ে আমার বিশেষ কিছু জানা নেই।” প্রসঙ্গত লটারিতে কোটি কোটি টাকা জয়লাভ প্রসঙ্গে অতীতে শাসকদলকে কটাক্ষ ছুড়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সকল কাণ্ড তৃণমূলের কালো টাকার সাদা করার চক্রান্ত বলে আক্রমণ করেন তিনি।
লটারি প্রসঙ্গে সম্প্রতি বিরোধী দলনেতা বললেন, “ডিয়ার (ভাইপো) লটারির সাথে শাসকদল তৃণমূলের সরাসরি সম্পর্ক আছে, একথা আমি বরাবর বলে এসেছি। দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষই বেশীর ভাগ লটারি কাটেন তাদের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনের আশায়। কিন্তু টিকিট সাধারণ মানুষ কাটলেও লটারির জ্যাকপট পুরষ্কারের অঙ্ক কিন্তু তোলামূলী নেতাদের জন্য সংরক্ষিত। আগেও জানা যায় যে অনুব্রত মন্ডল ডিয়ার (ভাইপো) লটারির প্রথম পুরস্কার; ১ কোটি টাকা জিতেছেন, এখন আবার দেখছি গতকাল তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী প্রথম পুরস্কার; ১ কোটি টাকা জিতেছেন। সত্যি তৃণমূল নেতাদের ভাগ্য বটে, ডিয়ার (ভাইপো) লটারির প্রথম পুরস্কার একেবারে বাঁধা।”
ফলে স্বাভাবিকভাবেই প্রথমে অনুব্রত মণ্ডল, পরবর্তীতে কলকাতার তৃণমূল বিধায়ক আর এবার অনুব্রত গড়ে অপর এক তৃণমূল নেতা রাজেন্দ্র প্রসাদ সিংহের ভাতৃবধূর লটারি জেতার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। যদিও এই প্রসঙ্গে এখনো পর্যন্ত বিশেষ কোন মন্তব্য প্রকাশ করেননি তৃণমূল নেতার পরিবার।