বাংলা হান্ট ডেস্কঃ ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জেরে সম্প্রতি নিম্ন আদালতে মামলা দায়ের করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে। আর এবার আদালতে হাজিরা এড়াতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নিকট দারস্থ হলেন শুভেন্দুবাবু। এক্ষেত্রে শুভেন্দুর আইনজীবীর পক্ষ থেকে দ্রুত শুনানির আর্জি করা হলে সেই আবেদন গ্রহণ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে শুভেন্দু অধিকারী। এরপর থেকে একাধিক সময় শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে সামনে এলে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় তাঁকে। সেই সূত্রে সম্প্রতি ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং পরবর্তীতে একটি মামলা পর্যন্ত দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে।
উক্ত মামলাটি চ্যালেঞ্জ করে বর্তমানে হাইকোর্টে উপস্থিত হন বিজেপি বিধায়ক। এক্ষেত্রে অতীতে হাইকোর্টের নিকট উপস্থিত হলেও উক্ত মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি বিবেক চৌধুরী। তবে এদিন অবশেষে শুভেন্দু অধিকারীর আর্জি গ্রহণ করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
উল্লেখ্য, সাম্প্রদায়িক ইস্যুতে সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেন, “লক্ষ্মীপুজোর দিন বাংলাদেশের নোয়াখালীতে দশ হাজার হিন্দু হত্যা করে জেহাদীরা। পাশাপাশি আমাদের মোমিনপুর, খিদিরপুর এবং ইকবালপুরের মত এলাকায় অসংখ্য হিন্দুদের দোকান এবং বাড়ি জ্বালানো হয়। ২০ বছর আগে এই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের জনসংখ্যা ৫০ শতাংশের উপর থাকলেও বর্তমানে সেই শতাংশ ২০-র নিচে নেমেছে। এরা আসলে হিন্দুদের শূন্য করে দিতে চায়।”
এখানেই ক্ষান্ত থাকেননি বিরোধী দলনেতা। পরবর্তীতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, “হিন্দু শূন্য হলে আফগানিস্তানের মত অবস্থা হবে। ধর্ম এবং দেশ ছাড়তে বলবে। ওদিকে বাংলাদেশ, পাকিস্তান এবং এদিকে বঙ্গোপসাগর। হয় জলে ঝাঁপ দিতে হবে, নয়তো ইসলামিক দেশগুলোতে গিয়ে ধর্ম বদলাতে হবে। এখন যদি আপনারা (হিন্দু) না জাগেন, তাহলে আর কবে জাগবেন?” আর এ সকল মন্তব্যের জেরেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয় বিজেপি নেতার বিরুদ্ধে। এখন দেখার, এ সংক্রান্ত মামলা এবং শুভেন্দুর পাল্টা আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের রায় কি হয়।