মহারাণা প্রতাপের পর এবার ছত্রপতি শিবাজির মহারাজের ভূমিকায় অক্ষয় কুমার, আসছে নতুন সিনেমা

বাংলাহান্ট ডেস্ক : বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবার মারাঠি চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করতে চলেছেন। বি-টাউনের অন্যতম ব্যস্ত অভিনেতা অক্ষয়কে দেখা যাবে মারাঠি ছবি ‘বেদাত মারাঠে বীর দৌদলে সাত’ ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন মহেশ মাঞ্জরেকার এবং প্রযোজনা করেছেন ভাসিম কুরেশি। মহেশ মাঞ্জরেকর ছবিতে অক্ষয় কুমার থাকছেন ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায়। ছবিটির মহরত অনুষ্ঠানে অক্ষয় এই ছবিতে তার ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।

শুভ মহরতের অনুষ্ঠানে হাজির হয়ে অক্ষয় বলেন, “এমন সুযোগ আমার জন্য অনেকটা স্বপ্নের মত। আমি মনে করি বড় পর্দায় ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করাটা অনেক বড় দায়িত্ব।” পাশাপাশি তিনি আরোও জানান, শিবাজি মহারাজের চরিত্রে রূপদানের প্রসঙ্গে তিনি প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন। খিলাড়ির সংযোজন, “আমি পরিচালক মহেশ মাঞ্জরেকরের সাথে প্রথমবার কাজ করব এবং এটি একটি দারুন অভিজ্ঞতা হতে চলেছে আমার জন্য।”

অন্যদিকে, পরিচালক মহেশ মাঞ্জরেকার বলেছেন যে তিনি মনে করেন অক্ষয় ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকার জন্য উপযুক্ত। তার বক্তব্য, “বেদাত মারাঠে বীর দৌদলে সাত আমার স্বপ্নের প্রজেক্ট। আমি গত ৭ বছর ধরে ছবিটি তৈরীর জন্য কাজ করছি। কারণ, এটি এমন একটি বিষয় যার জন্য এত মনোযোগ এবং গবেষণার প্রয়োজন। এটি এখন পর্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ মারাঠি চলচ্চিত্র হিসেবে তৈরি হতে চলেছে এবং একই সাথে ভারত জুড়ে এই ছবি মুক্তি পাবে। আমি চাই লোকেরা সবচেয়ে শক্তিশালী হিন্দু রাজা ছত্রপতি শিবাজি মহারাজের গল্প জানুক।”

akshayresized d

এই ছবিতে দেখা যাবে জয় দুধনে, উৎকর্ষ শিন্ডে, বিশাল নিকম, বিরাট মাদকে, হার্দিক জোশি, সত্য, নবাব খান এবং প্রবীণ তারদেকে। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা এই ছবির। ফলে, এমন একটি ঐতিহাসিক ছবির কথা প্রকাশ্যে আসতেই অক্ষয় অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে উঠেছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর