হামলাকারীদের গুলিতে আহত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খান, সুস্থতা কামনা করলেন বাবর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়াকালীন অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ইমরান খানকে বহনকারী ট্রাকে গুলি চালানো হয়। স্থানীয় গণমাধ্যমের মতে ইমরানের পায়ে গুলি লেগেছে, কিন্তু তার জীবনহানির আশঙ্কা নেই।

জানা গিয়েছে যে হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে, কিন্তু কেন তার ওপর হামলা চালানো হয়েছে তা এখনও প্রকাশ নন। ইতিমধ্যে গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী।

আগাম নির্বাচনের দাবিতে ইসলামাবাদে একটি বিক্ষোভ মিছিলকে নেতৃত্ব দিচ্ছিলেন ইমরান। স্থানীয় গণমাধ্যমের খবর জিও অনুযায়ী, গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানের অভ্যর্থনা শিবিরের কাছে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় আচমকাই। উপস্থিত জনতা ছত্রভঙ্গ হয়ে পড়ে ওই ঘটনায়। এখনও অবধি ৮ জনের আহত হওয়ার খবর এসেছে।

ইসলামাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এই ঘটনাটি এই ঘটনার ১৫ বছর আগে ২০০৭ সালে একটি সমাবেশে প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই ঘটনা সেই ঘটনায় আতঙ্কজনক স্মৃতি ফিরিয়ে এনেছে।

পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের সুস্থতা কামনা করেছেন পাকিস্তান বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। তিনি নিজের টুইট বার্তায় লিখেছেন, “ইমরান খানের উপর হওয়া এই মারাত্মক হামলার তীব্র নিন্দা জানাই। আশা করব আল্লাহ আমাদের অধিনায়ক এবং পাকিস্তানকে সুরক্ষিত রাখবেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর