ভারতবাসীরা দারুণ প্রতিভাবান, অনেক উন্নয়ন হবে ভারতের! ভূয়সী প্রশংসা পুতিনের

বাংলাহান্ট ডেস্ক : তাঁর ভারত প্রশংসা যেন থামছেই না। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকৃত দেশপ্রেমিক ও আদর্শ নেতা বলেছিলেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin )। এবার ভারতবাসীদের প্রশংসা মুখর হলেন তিনি। পুতিন এদিন বলেন, ভারতীয়রা খুবই বুদ্ধিমান, প্রতিভাবানও বটে। তাঁরা অত্যন্ত নিষ্ঠা নিয়ে কাজ করে। তাই ভারতের উন্নতি কেউ আটকাতে পারবে না।

গতকাল শুক্রবার রাশিয়ায় একতা দিবস পালন করা হয়। সেখানে বিভিন্ন দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে ভাষণ দিচ্ছিলেন প্রেসিডেন্ট পুতিন। কথায় কথায় উঠে আসে ভারতের প্রসঙ্গও। তখনই মন খুলে প্রশংসা শুরু করে দেন পুতিন। তিনি রুশ ভাষায় যা বলেছেন তার অনুবাদ করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তাতে বোঝা গেছে, পুতিন বলতে চেয়েছেন ভারতীয়রা ভীষণই প্রতিভাবান। তাঁদের মধ্যে এগিয়ে যাওয়ার নিষ্ঠা ও অধ্যবসায় রয়েছে। তাঁরা দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। পুতিন (Vladimir Putin ) এদিন বলেন, ‘আগামী দিনে ভারত নিজেদের উন্নয়নের ক্ষেত্রে দারুণ ফল করবে, এই বিষয়ে কোনও সংশয় নেই। প্রায় দেড়শো কোটি জনসংখ্যা ভারতে, সবক্ষেত্রেই দেশের উন্নতি হবে।’

আফ্রিকার ঔপনিবেশিকতা, ভারতের সম্ভাবনা ও রাশিয়ার সভ্যতা ও সংস্কৃতির বিষয়ে কথা বলতে গিয়ে ভ্লাদিমির পুতিন ভারতের প্রশংসা করেছেন। তিনি আরও বলেন, ভারতীয়দের ইচ্ছাশক্তি অদম্য। দেশের উন্নতির জন্য দেশবাসীর ইচ্ছা ও নিষ্ঠা থাকাই দরকার। ভারতীয়দের মধ্যে সেই গুণ রয়েছে।

ভারতের প্রশংসা করার পাশাপাশি পুতিন পাশ্চাত্যের দেশগুলির নিন্দাও করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ওরা ‘নোংরা খেলা’ খেলছে। রুশ নেতা হুঁশিয়ারি দেন, ‘ক্ষমতার নতুন কেন্দ্র খুব তাড়াতাড়ি তৈরি হবে এই বিশ্বে। পশ্চিমীরা এবার সাম্যের কথা বলতে শুরু করবে। ওরা যেভাবে ওদের সবকিছু সারা বিশ্বের ওপর চাপিয়ে দেয়, সেই বিষয়টিকে সমূলে উৎপাটিত করতে হবে। ভবিষ্যত আমাদের সকলের।’ সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে আমেরিকাকে লক্ষ করেই পুতিন এই মন্তব্য করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sudipto

সম্পর্কিত খবর