বাংলাহান্ট ডেস্ক: বলিউড অভিনেতা অভিনেত্রীদের সন্তানরাও অভিনয় ইন্ডাস্ট্রিতেই আসেন। কেউ পরিবারের ধারা বজায় রাখতে, কেউ আবার সহজে লাইমলাইট পেতে। কিন্তু ব্যতিক্রমও কিন্তু বর্তমান ইন্ডাস্ট্রিতে, যে তালিকায় সর্বাগ্রে নাম থাকবে শ্বেতা বচ্চন নন্দার (Shweta Bachchan Nanda)। সুপারস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মেয়ে হয়েও তিনি অভিনয়ে আসেননি, বরং বেছে নিয়েছিলেন কম বেতনের বিকল্প পেশা।
বলিউডে বচ্চন পরিবার বরাবরই ‘অভিজাত’ বলে পরিচিত। প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনের পুত্র অমিতাভ অভিনয়ে এসে হয়ে ওঠেন বলিউডের সর্বেসর্বা। স্ত্রী জয়া বচ্চনও খ্যাতনামা অভিনেত্রী। তাঁদের দুই সন্তান অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চন। অভিষেক বাবা মায়ের মতো বলিউডে পা রাখলেও শ্বেতা কখনোই অভিনয়ের প্রতি আগ্রহ প্রকাশ করেননি।
সম্প্রতি মেয়ে নভ্যা নভেলি নন্দার শোতে এসে শ্বেতা জানান, বিয়ের পর স্বামী নিখিল নন্দার সঙ্গে দিল্লিতে চলে আসেন তিনি। সে সময়ে এক কিন্ডারগার্টেনে অ্যাসিস্ট্যান্ট শিক্ষিকার চাকরি করতেন শ্বেতা। তাঁর মাসিক বেতন ছিল মোটে ৩ হাজার টাকা। শ্বেতা জানান, ওই কটা টাকায় নিজের খরচাপাতি তোলা খুবই কষ্টকর ছিল তাঁর পক্ষে।
মা জয়া বচ্চনকে তিনি দায়ী করেন, ছোট থেকে টাকা সামলানো না শেখানোর জন্য। স্কুল কলেজের সময়ে ভাই অভিষেকের কাছ থেকে টাকা ধার নিতেন তিনি খাবার কেনার জন্য। আর বিয়ের পর নিজের বেতনের টাকাটা ব্যাঙ্কে জমা করতেন শ্বেতা। এখন অবশ্য তিনি ব্যবসা শুরু করেছেন।
তবুও এখনো বাড়ির সমস্ত খরচার হিসাব পত্র নাকি মেয়ে নভ্যাই দেখেন বলে জানান শ্বেতা। তবে আগের থেকে অনেকটাই ভাল পরিস্থিতি এখন শ্বেতার। হিসাব দেখা এবং রাখার কাজও শিখে গিয়েছেন তিনি। তবে শ্বেতা চান না, তিনি আগে যেমনটা ছিলেন মেয়ে নভ্যাও তেমন হোক।