বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এসে চলেছে। শুধু তাই নয়, সিবিআই এবং ইডির (Enforcement Directorate) মতো তদন্তকারী সংস্থাগুলির তৎপরতায় শোরগোল তুঙ্গে। সম্প্রতি, এই মামলায় গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) আর এবার মানিক ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলের (Tapas Mondal) দুই হিসাব রক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে বসল তদন্তকারী সংস্থা। আগামী ১০ ই নভেম্বর তাদেরকে তলব করেছে ইডি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এসএসসি থেকে প্রাথমিক টেট এবং অন্যান্য একাধিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা বাংলায়। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহারা হেফাজতে। এই পরিস্থিতিতে সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা মানিক ভট্টাচার্য। পরবর্তীতে তাঁর নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পায় তদন্তকারী অফিসাররা।
এক্ষেত্রে কলেজ স্কোয়ার, মহিষবাথান, বারাসাত এবং কৈখালীর মতো একাধিক স্থানে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি মানিক ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলের বাড়িতেও হানা দেয় ইডি। উল্লেখ্য, তৃণমূল নেতা ঘনিষ্ঠ তাপস মণ্ডল প্রধানত শিক্ষক প্রশিক্ষণ ক্লাস নিতেন বলে সূত্র মারফত জানা যায়। এক্ষেত্রে মহিষবাথান এবং কলেজ স্কোয়ারে তাঁর দুটি অফিস নজরে আসে ইডির।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা চলত বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার এ মামলায় তাপসের দুই হিসাব রক্ষককেও তলব করে বসলো তারা।
প্রসঙ্গত, ইডি দফতরে উপস্থিত হয়ে গত ২ রা নভেম্বর মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেন তাপস। এক্ষেত্রে বিএড এবং ডিএলএড-এ অফলাইন ভর্তির জন্য প্রতিটি পড়ুয়ার কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নেওয়া হতো বলে দাবি করেন তাপসবাবু। এমনকি, সেই টাকা মানিক ভট্টাচার্যের কাছে যেত বলেও দাবি করেন তিনি। যদিও পরবর্তীতে এই প্রসঙ্গে সুরবদল করলেও এহেন মন্তব্যে মুহূর্তের মধ্যেই শোরগোল ছড়িয়ে পড়ে সর্বত্র।
এক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় ‘কিংপিন’ মানিক ভট্টাচার্যের সঙ্গে তাপস মণ্ডলের ঘনিষ্ঠতা ইতিমধ্যেই নজরে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। ফলে একদিকে যখন তাপসববাবুকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে চলেছে তদন্তকারী সংস্থা, সেই মুহূর্তে দাঁড়িয়ে তাঁর দুই হিসাবরক্ষককে তলবের মাধ্যমে পরবর্তী সময়ে নয়া এখন তথ্য সামনে উঠে আসে, সেটাই দেখার।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…