বিজেপির ভয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় আসছে না বলিউড তারকারা! দাবি কংগ্রেসের

বাংলাহান্ট ডেস্ক : গোটা বলিউড (Bollywood) নাকি যোগ দিতে চায় রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রায়’ (Bharat Jodo Yatra) কিন্তু বিজেপির ভয়ে নাকি তা করতে পারছে না। এমনউ মন্তব্য করলেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পঠোলে। এদিন বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণও করেন তিনি। ওই কংগ্রেস নেতার দাবি, বলিউড ইন্ডাস্ট্রির অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী রাহুল গান্ধীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে চান। কিন্তু শুধুমাত্র গেরুয়া আগ্রসনের ভয়ে তাঁরা নিশ্চুপ রয়েছেন।

মহারাষ্ট্রের ওই নেতা আরও বলেন, ‘আমাদের সঙ্গে মুম্বাইয়ের অনেক বড়বড় অভিনেতারা যোগাযোগ করেছেন। তাঁরা দেশের জন্য কাজ করতে চান। কিন্তু সামনপ আসতে ভয় পাচ্ছেন শুধু বিজেপির জন্য। তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে আমাদের সঙ্গে। কিন্ত তাঁরা সামনে আসতে চান না।

সোমবার (৭ অক্টোবর), বিকেলে তেলঙ্গানা থেকে মহারাষ্ট্রে প্রবেশ করবে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। মহারাষ্ট্রে কংগ্রেসের জোট শরিক হিসেবে রয়েছে এনসিপি এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার অংশ। শরিকরা কি কংগ্রেসের এই যাত্রায় অংশ নেবেন? এর আগে তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনকে দেখা গিয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রায়। কিন্তু ‘মারাঠা স্ট্রংম্যান’ শরদ পওয়ার কি ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের মতে, শরদ পওয়ারের যাত্রায় অংশ নেওয়া নির্ভর করছে তাঁর স্বাস্থ্যের উপর।

ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে এনসিপি প্রধানকে যাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শরদ পওয়ার নিজেও আগে জানিয়েছিলেন, তিনি ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন। কিন্তু, সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটেছে। জ্বর এবং অন্যান্য অসুস্থতার জন্য তাঁকে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে, সেখান থেকেই তিনি তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। শনিবারই, তিনি হাসপাতাল থেকে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে শ্রিধিতে উড়ে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিল চিকিৎসকদের একটি দলও। এক জনসভায় বক্তৃতাও দেন।

তবে, ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়া মানে তাঁকে পদযাত্রায় অংশ নিতে হবে। সেটা নির্ভর করছে তাঁর স্বাস্থ্যের উপরই। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক চভন বলেছেন, “শরদ পওয়ারের কর্মসূচিতে মনে হয় কিছু বদল ঘটেছে। আমি জানতে পেরেছি, তিনি সম্ভবত ১০ নভেম্বর যাত্রায় যোগ দেবেন। তবে তা নির্ভর করছে তাঁর শরীর কেমন থাকে, তার উপর।”

Sudipto

সম্পর্কিত খবর