কাটা পড়েছে দুটো হাতই, কৃত্রিম হাত লাগিয়ে রাজু আলিকে নতুন জীবন দিলেন সোনু সূদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দু বছর আগে করোনা এসেছিল দেশে। অতিমারি, লকডাউনে বিপর্যস্ত জনজীবন। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, অসহায় দিন আনা দিন খাওয়া মানুষগুলো মাথায় হাত দিয়ে বসেছিল। সে সময়ে তাদের ত্রাতা হয়ে এসেছিলেন অভিনেতা সোনু সূদ (Sonu Sood)। প্রায় সব তারকারা যখন চার দেওয়ালের নিরাপদ আশ্রয়ে বসে অনুদান পাঠিয়ে খালাস, তখন একমাত্র সোনুই নেমেছিলেন পথে।

বাস, ট্রেন মায় বিমানে করেও বাড়ি ফিরিয়েছিলেন অসহায়দের। করোনার ত্রাস বিদায় নিয়েছে কবেই। কিন্তু এখনো পর্যন্ত যারাই সাহায‍্য প্রার্থনা করেন সোনুর কাছে কাউকে খালি হাতে ফেরান না তিনি। এবার ফের এক অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে বাহবা, আশীর্বাদ কুড়ালেন সোনু।


রাজু আলি, অসমের বাসিন্দার দুটো হাতই ছিল কবজি থেকে কাটা। কোনো দুর্ঘটনায় দুটো হাতই বাদ পড়েছিল দুর্ভাগা মানুষটার। সেভাবেই কোনো রকমে চলত দিন যাপন। সোশ‍্যাল মিডিয়ায় জনৈক বিনয় সাক্সেনা একটি ছবি শেয়ার করেছিলেন রাজু আলির সঙ্গে সোনুর।

সঙ্গে লিখেছিলেন, ‘সোনু ভাই রাজু আলির কোনো হাত নেই। শুধু আপনিই ওকে নতুন জীবন দিতে পারেন। ভারতের শেষ আশা।’ সাহায‍্যের ডাক ঠিকই পৌঁছেছিল সোনুর কানে। মাত্র তিন দিন সময় নিলেন তিনি। তার মধ‍্যেই কৃত্রিম দুটো হাতের বন্দোবস্ত হয়ে গেল রাজু আলির সঙ্গে। দুটো নতুন হাতের সঙ্গে রাজুর একটি ছবি শেয়ার করে সোনু লিখলেন, ‘কে বলেছে আলির হাত নেই?’ সঙ্গে তিনি আরো লেখেন, ‘কর্তব‍্য ছিল, পালন করলাম।’

সোনুকে প্রশংসা, ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘কলিযুগের ভগবান আপনি’। আরেকজন লিখেছেন, ‘আপনি যে দয়ার কাজ করছেন তার ধন‍্যবাদ দেওয়ার জন‍্য কোনো শব্দই যথেষ্ট না।’ ঈশ্বর সোনুকেও ভরিয়ে দিন সৌভাগ‍্যে, এমনটাই প্রার্থনা করেছেন নেটনাগরিকরা।

প্রসঙ্গত, আগামীতে ‘ফতেহ’ ছবির হাত ধরে লেখক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন সোনু। গত প্রিয় দেড় বছর ধরে বাস্তব ঘটনার উপরে ভিত্তি করে ছবির চিত্রনাট‍্য লিখছেন তিনি। ডিজিটাল প্রতারণার উপরে ভিত্তি করে তৈরি হবে ছবিটি। ছবির পরিচালনা করবেন অভিনন্দন গুপ্তা।

X