বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। অবশেষে বাংলাকে (West Bengal) স্বস্তি দিয়ে রাজস্ব ঘাটতি বাবদ অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হলো অর্থমন্ত্রক। কেন্দ্রের তরফ থেকে অষ্টম কিস্তির অর্থ অনুদান হিসেবে মোট 14 টি রাজ্যকে অনুদান দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
এদিন অর্থমন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের মোট 14 টি রাজ্যকে অনুদান হিসেবে 7183.42 কোটি টাকা প্রদান করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, সবকটি রাজ্যের মধ্যে সর্বোচ্চ অনুদান পেয়েছে বাংলা। এক্ষেত্রে অনুদানের পরিমাণ 1132.25 কোটি টাকা। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে কেরল (1097.83 কোটি টাকা) এবং তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ (আনুমানিক 880 কোটি টাকা)।
উল্লেখ্য, প্রকল্প বাবদ টাকা হোক কিংবা অন্যান্য একাধিক খাতে বাংলাকে বঞ্চনা করে চলেছে কেন্দ্র, এই অভিযোগ তুলে অতীতে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হয় তৃণমূল কংগ্রেস। তবে এদিন তাদের কিছুটা স্বস্তি দিয়ে দেশের মোট 14 টি রাজ্যকে অষ্টম কিস্তি প্রদানের কথা ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
এক্ষেত্রে চলতি আর্থিক বছরে রাজ্যগুলিকে প্রদান করা মোট অনুদানের পরিমাণ দাঁড়ালো 57467.33 কোটি টাকা। এক্ষেত্রে প্রতিটি রাজ্যগুলিকে চলতি আর্থিক বছরে 86201 কোটি টাকা অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রক। উল্লেখ্য, রাজস্ব ঘাটতি অনুদানের ক্ষেত্রে প্রধানত সিদ্ধান্ত নেয় অর্থ কমিশন। এক্ষেত্রে যে রাজ্যের রাজস্ব ঘাটতি যতটা, তাদের ঠিক সেই পরিমাণ অনুদান প্রদান করা হয়।
এক নজরে দেখে নেওয়া যাক প্রতিটি রাজ্যের পাওয়া অনুদানের পরিমাণ
অন্ধ্রপ্রদেশ 879.08
হিমাচলপ্রদেশ 781.42
অসম 407.50
কেরল 1097.83
মণিপুর 192.50
মেঘালয় 86.08
মিজোরাম 134.58
নাগাল্যান্ড 377.50
পঞ্জাব 689.50
রাজস্থান 405.17
সিকিম 36.67
ত্রিপুরা 368.58
উত্তরাখণ্ড 594.75
পশ্চিমবঙ্গ 1132.25