মহিলাদের খৎনা নিয়ে পোপ ফ্রান্সিসের বড় বয়ান! শোরগোল পড়তে পারে ইসলামিক বিশ্বে

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় ধর্ম খ্রিস্টধর্ম (Christian)। এবার সেই ধর্মের ধর্মগুরু পোপ ফ্রান্সিস মহিলাদের খৎনা করার বিষয়ে গুরুত্বপূর্ণ মনৃতব্য করলেন। পোপ মনপ করেন যেকোনও নারীকে খৎনা করা মারাত্মক অপরাধ। সমাজের ভালোর জন্য নারী – পুরুষের সমান অধিকার থাকা খুব জরুরি।

নারী পুরুষের সমান অধিকার থাকাটা খুব জরুরি বলেই মনে করেন পোপ ফ্রান্সিস। এর আগে পর্নোগ্রাফির বাড়বাড়ন্ত নিয়ে মুখ খোলেন পোপ ফ্রান্সিস (Pope Francis)। নান (Nuns) ও যাজকরা পর্নোগ্রাফি দেখেন বলেও দাবি করেন তিনি। পোপ বলেন, ‘পর্নোগ্রাফি যাজকদের (Priests) হৃদয়কে দুর্বল করে।’ ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস নিয়মিত অশ্লীল সামগ্রী খাওয়ার বিরুদ্ধে মানুষকে সতর্ক করে আসছেন। জুন মাসে পোপ ফ্রান্সিস পর্নোগ্রাফিকে জনস্বাস্থ্যের জন্য হুমকি ঘোষণা করার আহ্বান জানান।

কীভাবে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার করা উচিত তা নিয়ে একটি আলোচনায় সভায় বক্তব্য রাখেন পোপ ফ্রান্সিস। সেই আলোচনাসভায় উপস্থিত ছিলেন রোমে অধ্যয়নরত যাজক এবং সেমিনারিয়ানরা। এদিন পোপ বলেন, ‘আপনারা প্রত্যেকে মনে করেন যে আপনাদের পর্নোগ্রাফি দেখার অভিজ্ঞতা আছে বা ডিজিটাল পর্নোগ্রাফির দেখার প্রলোভন আছে। এটি এমন একটি পাপ, যা অনেক লোকের মধ্যে আছে, অনেক সাধারণ মানুষ, অনেক সাধারণ মহিলা, এমনকি পুরোহিত এবং সন্ন্যাসীর মধ্যেও আছে।

ফ্রান্সিস আরও বলেন, ‘এখান থেকেই শয়তান প্রবেশ করে। এটি যাজকদের হৃদয়কে দুর্বল করে দেয়। পর্নোগ্রাফি সম্পর্কে এই বিবরণগুলিতে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করুন, কিন্তু এটাই বাস্তব। এমন একটি বাস্তবতা, যা যাজক, সেমিনারিয়ান, নান, পবিত্র আত্মাদের স্পর্শ করে।’ প্রলোভন এড়াতে ফোন থেকে যে কোনও ডিজিটাল পর্নোগ্রাফিক সামগ্রী মুছে ফেলার জন্য প্রত্যেককে অনুরোধও করেন পোপ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর