এশিয়ার সেরা মহিলা ব্যবসায়ীর মধ্যে ১ বাঙালি সহ তিন ভারতীয়, তালিকা জারি করল ফোর্বস

বাংলা হান্ট ডেস্ক : কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে। একটা সময় বিশেষ করে আমাদের ভারতবর্ষের মতো দেশের মহিলারা সমাজ থেকে ছিলেন রীতিমতো অনেকটাই দূরে। কর্মক্ষেত্র বা অন্যান্য জায়গা, সব জায়গাতেই মহিলাদের রাখা হত বিচ্যুতভাবে। সময়ের সাথে বদলেছে সমাজ। আজ ভারতের বিভিন্ন ক্ষেত্রে জয়ের পতাকা ওড়াচ্ছেন মহিকারা। এবার তিনজন ভারতীয় মহিলা ব্যবসায়ী জায়গা করে নিলেন ফোর্বসের তালিকায়।

নভেম্বর মাসে প্রকাশিত ফোর্বসের এশিয়ার সংস্করণে এই তিন ভারতীয় মহিলা ব্যবসায়ীর নাম উল্লেখিত হয়েছে। ফোর্বসের পক্ষ থেকে মঙ্গলবার একটি পেজ বিবৃতির মাধ্যমে এই তথ্য দেওয়া হয়েছে। ফোর্বসের এশিয়ার সংস্করণে উল্লেখ করা হয়েছে, করোনা মহামারীর পরবর্তী সময়ে কিভাবে এই মহিলা ব্যবসায়ীরা সব বাঁধা অতিক্রম করে এগিয়ে গিয়েছেন। নভেম্বরের এই সংখ্যায় এশিয়া মহাদেশের এমন কুড়িজন মহিলা ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়েছে।

জানা গিয়েছে, এই কুড়িজন মহিলা ব্যবসায়ীর মধ্যে স্থান করে নিয়েছেন তিন ভারতীয় মহিলা ব্যবসায়ী। ফোর্বসের এশিয়ার সংস্করণে যে তিন ভারতীয় মহিলা ব্যবসায়ী রয়েছেন তারা হলেন সোনা মন্ডল, নমিতা থাপর ও গজল অলঘ। স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) চেয়ারপার্সন হলেন সোনা মন্ডল। এমক্যুরে ফার্মার ভারতের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন নমিতা থাপর।

Forbes Nov issue

অন্যদিকে, হোনাসা কনজিউমারের চিফ ইনোভেশন অফিসার ও কো-ফাউন্ডার গজল অলঘ। ভারত ছাড়াও ফোর্বসের এই তালিকায় জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়া, চিন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও থাইল্যান্ডের মহিলা উদ্যোগপতিরা ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর