পন্থ নাকি কার্তিক, কাকে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দেখতে চান শাস্ত্রী? জবাব দিলেন নিজেই

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল চলতি বিশ্বকাপে মোটের ওপর ভালোই পারফরম্যান্স করেছে। প্রধান বোলাররা নিয়মিত উইকেট পাচ্ছেন। তারকা ব্যাটারদের মধ্যে বেশিরভাগই ফর্মে রয়েছেন। কঠিন পরিস্থিতি থেকেও ম্যাচ উদ্ধার করেছে ভারতীয় দল। সবমিলিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে তারা গ্রুপ পর্বে সমস্ত রকমের পরীক্ষায় পাস করেছে এটা বলা যায়।

কিন্তু নকআউট পর্বের চাপ সম্পূর্ণ অন্যরকম। এখানে একটি ভুল করলে আর তা শুধরানোর সুযোগ পাওয়া যাবে না। তাই ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে যাওয়ার আগে দলের যে জায়গাগুলোয় এখনো সমস্যা রয়েছে সেই জায়গাগুলো নিয়ে সতর্ক থাকছে। আর সেই ব্যাপারেই ভারতীয় দলকে একটি পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় প্রধান কোচ রবি শাস্ত্রী।

Ravi Shastri 1200

রোহিত শর্মা যেহেতু অধিনায়ক তাই তিনি অফ ফর্মে থাকলেও দলে থাকবেন। ওই নিয়ে ভেবে আর নতুন কিছু আশা করার নেই। এখন নিশ্চিত ভাবেই বলা যায় ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে উইকেটরক্ষক ব্যাটারদের ফর্ম। ভারতীয় দলে এই মুহূর্তে যে দুইজন উইকেট রক্ষক রয়েছেন তাদের প্রত্যেকটি ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নামানো হয়েছে কিন্তু কেউই এখনো অবধি ভরসা দিতে পারেননি।

পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন দীনেশ কার্তিক। কিন্তু যখন যখন তার সামনে ব্যাটিং করার সুযোগ এসেছিল তখন তখন তিনি ব্যর্থ হয়েছেন। তার চোটের কারনে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে রিশভ পন্থ সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনিও একইরকম ভাবে ব্যর্থ হন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে নক আউট পর্যায়ে ভারতের কোন উইকেট রক্ষককে একাদশে রাখা উচিত।

জিম্বাবোয়ের বিরুদ্ধে রিশভ পন্থের ব্যর্থতা সত্ত্বেও রবি শাস্ত্রী মনে করেন যে ভারতের সেমি ফাইনালে এবং যদি তারা ফাইনালে উঠতে সক্ষম হয় তাহলে ফাইনালেও পন্থকেই খেলানো উচিত। কারণ দলে একজন বাঁ হাতি ব্যাটার থাকলে ইংল্যান্ডের মত দল যাদের মধ্যে বোলিং বৈচিত্র্য ভরপুর, তাদেরকে কিছুটা হলেও চাপে রাখা যাবে বলে মনে করেন শাস্ত্রী।

Reetabrata Deb

সম্পর্কিত খবর