বিশ্বকাপ জ্বরের মাঝেও অব‍্যাহত টিআরপি লড়াই, বাংলা সেরা হওয়ার দৌড়ে ধুলোকণা-জগদ্ধাত্রী

বাংলাহান্ট ডেস্ক: আরো এক বৃহস্পতিবার, সঙ্গে প্রকাশ‍্যে সিরিয়ালগুলির (Serial) সাপ্তাহিক টিআরপি (TRP) লিস্ট। বিশ্বকাপ জ্বরের মাঝেও মন্দ ফল করছে না বিভিন্ন চ‍্যানেলের সিরিয়ালগুলি। পুরনো সিরিয়ালগুলির তুলনায় নতুন শুরু হওয়া সিরিয়ালগুলিই তালিকার প্রথম দিকে রয়েছে। স্পষ্ট বোঝাই যাচ্ছে নতুন গল্পে মজেছে দর্শক।

গত কয়েক সপ্তাহ ধরে জয়ের ধারা বজায় রেখেছে স্টার জলসার ধুলোকণা। এ সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে লালন ফুলঝুরিরা। দুজনের সম্পর্কের টানাপোড়েন, মাঝে তৃতীয় ব‍্যক্তি হিসাবে তিতিরের আগমনের উত্তেজনা ছড়িয়ে পড়েছে দর্শকদের মধ‍্যেও। এ সপ্তাহে ৭.৮ নম্বর নিয়ে শীর্ষস্থানে রয়েছে ধুলোকণা।

Dhulokona
মাত্র .১ নম্বরের ব‍্যবধানে ঘাড়ে নিশ্বাস ফেলছে জি বাংলার নতুন সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। জগদ্ধাত্রী স্বয়ম্ভূর বিয়ের প্রস্তুতির মাঝে খুনের চেষ্টা করা হয়েছে স্বয়ম্ভূকে। অন‍্যদিকে নিজের বোনের স্বামীকে অপরাধী প্রমাণ করার চ‍্যালেঞ্জ নিয়েছে জগদ্ধাত্রী। আদ‍্যোপান্ত উত্তেজনায় ঠাসা ফ‍্যামিলি ড্রামাটি প্রথম থেকেই পছন্দ করছে দর্শক।

৭.৬ নম্ব‍র নিয়ে তৃতীয় স্থান আবারো স্টার জলসার দখলে। তিন নম্বরে জায়গা করে নিয়েছে সূর্য দীপার ‘অনুরাগের ছোঁয়া’। চার নম্বরেই রয়েছে স্টারের আরেক জনপ্রিয় সিরিয়াল ‘আলতা ফড়িং’। প্রাপ্ত নম্বর ৭.১। একটু্র জন‍্য পিছিয়ে গেল জি এর ‘গৌরী এলো’। এ সপ্তাহে ৬.৯ পয়েন্ট তুলে পাঁচ নম্বরে জায়গা হয়েছে এই সিরিয়ালের।

Serial trp 1
দুই চ‍্যানেলের দুই পুরনো মহারথী গাঁটছড়া এব‌ং মিঠাই দুই সিরিয়ালই এখন এক রকম বাতিলের খাতায়। ৬.৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে টিকে রয়েছে খড়ি ঋদ্ধিরা। অন‍্যদিকে নম্বর বাড়লেও দশ নম্বরে ছিটকে গিয়েছে মিঠাই। এ সপ্তাহে সিরিয়ালের সংগ্রহে ৬.২ নম্বর।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
ধুলোকণা- ৭.৮ (প্রথম)
জগদ্ধাত্রী- ৭.৭ (দ্বিতীয়)
অনুরাগের ছোঁয়া- ৭.৬ (তৃতীয়)
আলতা ফড়িং-  ৭.১ (চতুর্থ)
গৌরী এলো- ৬.৯ (পঞ্চম)
গাঁটছড়া- ৬.৭ (ষষ্ঠ)
সাহেবের চিঠি- ৬.৬ (সপ্তম)
মাধবীলতা, এক্কা দোক্কা- ৬.৪ (অষ্টম)
নবাব নন্দিনী- ৬.৩ (নবম)
মিঠাই- ৬.২ (দশম)

Niranjana Nag

সম্পর্কিত খবর