বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল আজ বিশ্রীভাবে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে একাধিক সমস্যা আগে থেকেই ছিল। কিন্তু যেহেতু ফলাফল আসছিল তাই সে সমস্যাগুলোই আড়াল হয়ে যাচ্ছিল। আজ ইংল্যান্ড যেন হাতে ধরে দেখিয়ে দিয়ে গেল কোথায় কোথায় থামতে ছিল ভারতীয় স্কোয়াডে।
কিন্তু এখন প্রশ্ন হল এই হারের দায় কে নেবে? আগের বিশ্বকাপে ভারতীয় দল যা হতাশ্রী পারফরম্যান্স করেছিল তার থেকে কিছুটা উন্নতি হয়েছে সন্দেহ নেই। কিন্তু সেমিফাইনালে উঠে এরকম লজ্জাজনক হারের পর যে অনেকের দিকে আঙ্গুল উঠবে তা নিয়ে তো আশ্চর্য হওয়ার কিছু নেই।
গতবার বিশ্বকাপ শেষ হওয়ার পর কোহলি যখন টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন তখন অনেকেই দাবি করেছিলেন যে এইবার ভারতীয় ক্রিকেটের উন্নতি হবে। রোহিত শর্মার অধিনায়ক করতে কত এক বছরে ভারত অসংখ্য টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। কিন্তু এশিয়া কাপ এবং বিশ্বকাপে যখন পারফর্ম করার সময় এসেছে, তখন বড় ম্যাচে ব্যর্থ হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।
এই সমস্যা থেকে বেরোনোর একটা উপায় এবার বার করেছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে যখন ভারতীয় দল লজ্জাজনকভাবে হেরে বিদায় নিয়েছিল, তখন তৎকালীন প্রধান কোচ রবি শাস্ত্রীকে সরিয়ে তাকে ঢাকঢোল পিটিয়ে নিয়ে আসা হয়েছিল। আজকের এই ফলাফলের কিছুটা দায় তাকেও নিতে হবে। ম্যাচ শুরু হওয়ার আগে অধিনায়ক যেখানে এসে বলছেন যে আজকের ম্যাচে হারলেও এটা কখনোই প্রমাণ হবে না যে তারা একটা বাজে টি-টোয়েন্টি দল, তখনই দলের অন্দরে বিরাজ করা নেতিবাচক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন অনেকেই।
তবে সেইসব দিকে আলোচনায় না গিয়ে রাহুল দ্রাবিড় আপাতত একটি প্রস্তাব রেখেছেন বিসিসিআইয়ের সামনে। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে রাহুল দ্রাবিড় বলেছেন যে, “ভারতীয় দল যদি টি-টোয়েন্টি ফরমেটে গোটা বিশ্বে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও ভালো পারফরম্যান্স করতে চায় তাহলে তাদের গোটা বিশ্বের সমস্ত ফ্রাঞ্চাইজি লিগগুলির মধ্যে সবকটিতে না হলেও কয়েকটিতে অংশগ্রহণ করতেই হবে। আমি প্রস্তাব রাখলাম। বাকিটা বিসিসিআই বিচার করে দেখবে।” পরবর্তী বিশ্বকাপ ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। তার আগে রাহুলের এই প্রস্তাব নিয়ে কি ভেবে দেখবেন বিসিসিআইয়ের কর্মকর্তারা?