তিনমাসের ব্যবধানে ‘বৃদ্ধ’ হলেন কেষ্ট! মামলার চাপে মাথার চুল ধপধপে সাদা, প্রকাশ্যে ছবি

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক দুর্নীতি মামলায় অস্বস্তি যেন ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। একদিকে গরু পাচার মামলা, লটারি কাণ্ড, আবার অপরদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় চিন্তা বেড়ে চলেছে কেষ্টর আর এবার সেই প্রভাব দেখা দিল তৃণমূল নেতার বয়স এবং ওজনেও।

সম্প্রতি গরু পাচার মামলায় সর্বপ্রথম সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। পরবর্তীতে তৃণমূল নেতা এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিস মেলে। শুধু তাই নয়, তৃণমূল নেতার মেয়ে সুকন্যা মণ্ডলের নামে বিপুল পরিমাণ সম্পত্তি এবং জমির খোঁজ পায় সিবিআই।

একইসঙ্গে বর্তমানে লটারি কাণ্ডেও তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এক্ষেত্রে অনুব্রত এবং সুকন্যার নামে একের পর এক লটারির টাকার খোঁজ মিলে চলেছে। সম্প্রতি এই সকল মামলায় দিল্লিতে তলব করা হয় অনুব্রত কন্যাকে। পাশাপাশি এদিন ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবচ তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট।

ফলে সব মিলিয়ে ঘরে এবং বাইরে সর্বত্রই চাপে অনুব্রত আর এবার সেই ছাপ ধরা দিল তাঁর বয়স এবং ওজনে। দীর্ঘ তিন মাস ধরে জেলবন্দি থাকার ফলে অনুব্রতর ওজন ক্রমহ্রাসমান। আবার অপরদিকে, ছোট ছোট করে ছাটা কালো চুল বর্তমানে উধাও। সেই জায়গায় মাথার চুল হয়েছে সম্পূর্ণ সাদা!

Untitled design 78 1

বিশেষজ্ঞদের মতে, যেভাবে একের পর এক মামলায় অস্বস্তি বেড়ে চলেছে অনুব্রত মণ্ডলের, সেক্ষেত্রে ওজন কমা কিংবা চুল সাদা হওয়া একপ্রকার স্বাভাবিক। এখন দেখার, এ সকল মামলায় তৃণমূল নেতার ভবিষ্যৎ কি হয়।


Sayan Das

সম্পর্কিত খবর