‘দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা’, রাষ্ট্রপতির উদ্দেশ্যে অখিল গিরির মন্তব্যের পাল্টা দিলেন নীতীশ

বাংলা হান্ট ডেস্কঃ দেশের সর্বোচ্চ নাগরিক তথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) উদ্দেশ্য করে ‘অপমানজনক’ মন্তব্য রাজ্যের কারা মন্ত্রী তথা তৃণমূল (Trinamool Congress) নেতা অখিল গিরির (Akhil Giri)। বর্তমানে তাঁর এই মন্তব্যের বিরোধিতায় প্রতিবাদে নেমেছে বিজেপি (Bharatiya Janata Party) নেতৃত্ব। আর এবার এই ঘটনার নিন্দা করে বসলেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।

দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে অখিল গিরির মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন বিহারের মুখ্যমন্ত্রী বলেন, “দেশের রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করার অধিকার কারোর হতে পারে না। এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক ঘটনা।”

উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের শহিদ স্মরণ মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার জেরে শোরগোল পড়ে যায় সর্বত্র। পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদে একটি সভায় বক্তৃতা দিতে ওঠে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বলেন, “দেখতে ভালো নয় বলছে। কি দেখতে ভাল? আমরা রূপের বিচার কখনো করি না। রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করা হয়। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”

প্রসঙ্গত, রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই বাংলার পাশাপাশি দিল্লির থানাতেও অভিযোগ দায়ের করেছ বিজেপি নেতৃত্ব। একইসঙ্গে বিরোধ প্রদর্শনের পাশাপাশি মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে একাধিক মহল। ফলের সব মিলিয়ে বেকায়দায় অখিল গিরি।

শুধু তাই নয়, তৃণমূল নেতার বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনের নোটিস পাঠানোর পাশাপাশি বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে চলেছে বিজেপি। এদিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখন কেন চুপ করে রয়েছেন? রাষ্ট্রপতিকে অপমান করা হলো। মুখ্যমন্ত্রীর চুপ থাকার মানে তৃণমূল দেশের মহিলা এবং রাষ্ট্রপতির প্রসঙ্গে এই মনোভাব রেখে চলেছে।”

jpg 20221113 105203 0000

উল্লেখ্য, দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন অখিল গিরি। এক্ষেত্রে কারণ প্রদর্শন করার পাশাপাশি পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তোলেন তিনি। তবে কোন কিছুতেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না মন্ত্রীর! তাঁর মন্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল নেতৃত্ব আর এবার নিন্দায় সরব হলেন বিহারের মুখ্যমন্ত্রী।


Sayan Das

সম্পর্কিত খবর