‘দিলীপ ঘোষকে গাড়ি-সহ রোলার চাপা দেব’, ফের বিস্ফোরক উদয়ন গুহ

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি (Bharatiya Janata Party) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আক্রমণের মাধ্যমে ফের একবার বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তাঁর হুঁশিয়ারি, “দিলীপ ঘোষকে গাড়ি-সহ রোলার চাপা দেওয়া হবে।” একইসঙ্গে নিজের দলের কর্মীদেরও এক প্রকার হুমকি দিয়ে বসেন উদয়নবাবু।

সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতি ইস্যু এবং অন্যান্য একাধিক মামলাকে কেন্দ্র করে কোণঠাসা তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলকে অস্বস্তিতে ফেলতে মরিয়া বিরোধী দলগুলি। এর মাঝে বিগত বেশ কয়েকদিনে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে খবরের শিরোনামে রয়েছেন উদয়ন গুহ।

সেই ধারা বজায় রেখে গতকাল কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লক অন্তর্গত গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘চল গ্রামে যাই’ কর্মসূচিতে যোগদান করেন উদয়নবাবু। পরবর্তীতে দিলীপ ঘোষকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “দিলীপ ঘোষ বলেছিলেন, আমাদের দলের কর্মীদের গাড়ি চাপা দেবেন। আমরা এবার রোলার নিয়ে যাব। ওকে গাড়ি-সহ রোলার চাপা দেওয়া হবে।”

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে একটি সভায় পৌঁছনোর সময় দিলীপ ঘোষের গাড়ি আটকে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। পরবর্তীতে তাদের গাড়ি চাপা দেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি নেতা আর এবার তার পরিপ্রেক্ষিতে পাল্টা হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। পাশাপাশি নিজের দলের কর্মীদেরও এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ।

udayan guha

তিনি বলেন, “ভেটাগুড়ি যাচ্ছেন, ভালো কথা। কিন্তু সেখান থেকে ফেরার সময় যদি রাস্তায় গাড়ি মিশে যায়, তাহলে দোষ দেবেন না।” উদয়নবাবুর এহেন মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে জোর জল্পনার সৃষ্টি হয়েছে তৃণমূলের অন্দরে। আসলে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়িতে। সম্প্রতি তাঁর সঙ্গে বাকযুদ্ধে জড়ান তৃণমূল নেতা। আর এবার বিতর্কিত মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিলেন, “যদি কেউ গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে, তাহলে ফল ভালো হবে না।”


Sayan Das

সম্পর্কিত খবর