বাংলা হান্ট ডেস্ক: Apple-এর কো-ফাউন্ডার স্টিভেন পল জোবসকে চেনেন না এমন টেকপ্রেমী রীতিমতো খুঁজে পাওয়া মুশকিল। তিনি ২০১১ সালে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন। বর্তমান সময়ে মোবাইলের দুনিয়ায় iPhone-এর শীর্ষস্থানীয় ব্র্যান্ডে পরিণত হওয়ার পেছনে জোবসের অবদান অনস্বীকার্য। পাশাপাশি, তাঁর সহজ-সরল, অনাড়ম্বর জীবনযাপনও সবাইকে মুগ্ধ করত।
এমতাবস্থায়, বর্তমানে স্টিভ জোবসের ব্যবহৃত একটি পুরোনো চটিজোড়া অর্থাৎ স্যান্ডেল নিলামের মঞ্চে উঠেছে। পাশাপাশি, ইতিমধ্যেই এই স্যান্ডেল কিনতে আগ্রহ প্ৰকাশ করেছেন অনেকেই। শুধু তাই নয়, নিলামের মাধ্যমে নির্ধারিত স্যান্ডেলটির দাম সম্পর্কে জানলেও রীতিমতো আকাশ থেকে পড়বেন।
এই প্রসঙ্গে এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, স্টিভ জোবসের একটি বাদামী চামড়ার বার্কিনস্টক অ্যারিজোনা স্যান্ডেল বিক্রয়ের জন্য জুলিয়ানের অকশানের (Julien’s Auctions) মাধ্যমে নিলামে উঠেছে৷ এদিকে, স্যান্ডেলের পাশাপাশি ওই স্যান্ডেলের একটি এনএফটি ছবি এবং ফটোগ্রাফার জিন পিগোজির একটি বইও নিলামে উঠছে। এই বইয়ের নাম হল, “আমার জীবনের ২১৩ জন গুরুত্বপূর্ণ পুরুষ”। যার মধ্যে স্টিভ জোবসের নামও রয়েছে।
৬৪ লক্ষ টাকা পর্যন্ত আয় করার পরিকল্পনা: ইতিমধ্যেই যাঁরা নিলামের সাথে যুক্ত রয়েছেন তাঁরা অনুমান করেছিলেন যে, জোবসের এই স্যান্ডেলের মাধ্যমে ৪৮ লক্ষ থেকে ৬৪ লক্ষ টাকা পর্যন্ত সংগ্রহ করা যাবে। এই নিলামটি গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে যা ১৩ নভেম্বর অর্থাৎ রবিবার পর্যন্ত চলবে। পাশাপাশি, এনডিটিভির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, স্টিভ জোবস ১৯৭০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্তী সময়ে ওই স্যান্ডেলটি পরতেন। স্টিভ জোবসের বাড়ির ম্যানেজারের কাছে এখনও এই স্যান্ডেলগুলি ছিল। এমতাবস্থায়, জোবসের প্রাক্তন স্ত্রী ক্রিস্যান ব্রিন ভোগ ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, এই স্যান্ডেলগুলি তাঁর সাধারণ জীবনের একটি অংশ ছিল। অনেকটা তাঁর ইউনিফর্মের মত।
১৮ লক্ষ টাকা পর্যন্ত হয় বিড: পাশাপাশি, তিনি সাক্ষাৎকারে আরও জানিয়েছেন যে, স্টিভ নিজেকে আলাদা করার জন্য কখনও দামি জিনিস কিনতেন না। তিনি এই স্যান্ডেলগুলি পছন্দ করতেন। কারণ এগুলি তাঁকে একজন “ব্যবসায়ী” হিসেবে মনে করাত না। পাশাপাশি, এভাবেই তিনি সাধারণভাবে থেকে আরও ভালো ভাবে চিন্তা করার ক্ষেত্রে স্বাধীনতা পেতেন। রিপোর্ট অনুযায়ী, ১২ লক্ষ টাকা দিয়ে এই নিলাম শুরু হয়েছিল এবং দু’টি বিডের পর ১৮ লক্ষ টাকায় এটি নির্ধারিত হয়।