‘অখিল গিরিকে বরখাস্ত করা হোক’, রাজ্যপালকে পত্র বোমা সৌমিত্র খাঁ-র

বাংলা হান্ট ডেস্কঃ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে তৃণমূল (Trinamool Congress) নেতা অখিল গিরির (Akhil Giri) বিতর্কিত মন্তব্যের জেরে শোরগোল ছড়িয়ে পড়েছে বাংলার সর্বত্র। একদিকে যখন প্রতিবাদে সামিল বিজেপি নেতা কর্মীরা, আবার অপরদিকে রাজ্যের মন্ত্রীর মন্তব্যের সমালোচনায় সরব একাধিক মহল। এই পরিস্থিতিতে এবার বাংলাএ রাজ্যপালের লা গণেশনকে (La Ganeshan) চিঠি দিয়ে বসলেন বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।

এক্ষেত্রে অখিল গিরির মন্ত্রিত্ব এবং বিধায়ক পদ খারিজ করার দাবি তুলে এই চিঠি দেওয়া হয়েছে বলে খবর। একইসঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ বলেন, “জগদীপ ধনখড়ের অনুপস্থিতি টের পাচ্ছি।”

সম্প্রতি, নন্দীগ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেন অখিল গিরি। পরবর্তীতে তাঁর এই মন্তব্যের প্রতিবাদ করার পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের নিকট চিঠি দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ আর এদিন রাজ্যপালের কাছে তৃণমূল নেতাকে তাঁর সকল পদ থেকে বরখাস্ত করার আবেদন জানালেন তিনি।

পাশাপাশি এদিন বিজেপি নেতা বলেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে আমার অনুরোধ, বাংলার সংবিধানের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আপনার উপরে রয়েছে। যেভাবে রাষ্ট্রপতিকে অপমানজনক বক্তব্য করা হয়েছে, সেই কারণে অখিল গিরিকে বিধায়ক এবং মন্ত্রিত্ব পদ থেকে বরখাস্ত করা প্রয়োজন। এমন দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে কেউ কোনোরকম অপমানজনক মন্তব্য না করতে পারে।”

প্রসঙ্গত, অতীতে একাধিক সময় তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হতে দেখা যেত প্রাক্তন রাজ্যপাল ধনখড়কে। তবে বর্তমানে তাঁর পরিবর্তে বাংলায় রাজ্যপাল হয়ে এসেছেন লা গণেশন। ইতিমধ্যে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বেশ ভালো জায়গাতে রয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। এই প্রসঙ্গে সৌমিত্রবাবু বলেন, “প্রাক্তন রাজ্যপালের অনুপস্থিতি আমরা টের পাচ্ছি। তবে গণেশনজির কাছে আমি অনুরোধ করতে চাই, বর্তমানে যে ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন।”

উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের শহিদ স্মরণ মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার জেরে শোরগোল পড়ে যায় সর্বত্র। পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদে একটি সভায় বক্তৃতা দিতে ওঠে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বলেন, “দেখতে ভালো নয় বলছে। কি দেখতে ভাল? আমরা রূপের বিচার কখনো করি না। রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করা হয়। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”

রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের কারণে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। দেশের সর্বোচ্চ নাগরিককে কিভাবে এই ভাষায় অপমান করতে পারেন রাজ্যের মন্ত্রী, সেই প্রশ্ন তুলে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছে বিজেপি কর্মী সমর্থক এবং নেতা মন্ত্রীরা। এই ঘটনায় নন্দীগ্রাম থানা এবং মালদহের একটি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি তাঁর পদত্যাগের দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে একাধিক মহল।

jpg 20221114 170824 0000

শুধু তাই নয়, জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে অখিল গিরিকে নোটিস প্রদান করার পাশাপাশি তাঁর সমালোচনায় সরব হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। এক্ষেত্রে নিজের দলকেও পাশে পাননি রাজ্যের মন্ত্রী আর এবার তাঁর বিরুদ্ধে রাজ্যপালের কাছে চিঠি দিয়ে বসলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।


Sayan Das

সম্পর্কিত খবর