বাড়ির তুলসি গাছ শুকিয়ে যাচ্ছে? মেনে চলুন এই টোটকা গুলো, ফের সতেজ ও সবুজ হয়ে উঠবে গাছ

বাংলাহান্ট ডেস্ক: প্রায় প্রত্যেকের বাড়িতেই তুলসি গাছ দেখতে পাওয়া যায়। হিন্দু ধর্মে তুলসিকে ভগবান হিসেবে মানা হয়। তাই তুলসি গাছকেও ভগবানের সঙ্গেই তুলনা করা হয়। প্রতিদিন পুজো দেওয়া হয়, এমনকি এই গাছকে সতেজ রাখতে বিশেষ পরিচর্জাও করা হয়ে থাকে। তবে এত কিছুর পরেও অনেক সময়ে দেখা যায় যে শুকিয়ে যাচ্ছে তুলসি গাছটি। এমন অবস্থায় কী করনীয়? সেটাই আজকে আমরা আপনাকে জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে। 

নিম পাতার গুনাগুন সম্পর্কে অনেকেই অবগত। নিম একটি অ্যান্টি-সেপ্টিক বা জীবাণুনাশক হিসেবে কাজ করে। পাশাপাশি, নিমের আরও অনেক গুন রয়েছে। সেই জন্য তুলসি গাছ শুকিয়ে যেতে দেখলে নিম পাতা গুঁড়ো করে গাছের গোড়ায় দিলে সেটি আবার কয়েক দিনের মধ্যেই সতেজ হয়ে যাবে। তবে তুলসি গাছ শুকিয়ে যায় কেন? বিশেষজ্ঞদের মতে, অনেক সময় তুলসি গাছ অত্যাধিক আদ্রতার ফলে শুকিয়ে যেতে থাকে।

Tulsi leaves

এমন ঘটনা দেখলে ১৫ থেকে ২০ সেন্টিমিটার মাটি খুঁড়ে তাতে একটু বালি দিয়ে দিতে হবে। এটি করলেও গাছটি পুনরায় সতেজ হয়ে যাবে। অনেক সময় ফাঙ্গাসের সংক্রমণের ফলে তুলসি গাছ শুকিয়ে যায়। এমন অবস্থা দেখলে নিম পাতার গুঁড়ো মাটির মধ্যে মিশিয়ে দিলে সংক্রমণ কমে যায়। ফলে তুলসি গাছটিও সেরে উঠবে।

বর্তমানে প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে দূষণের মাত্রা। জানিয়ে রাখি, এই অত্যাধিক দূষণের ফলে তুলসি গাছটি মরে যেতে শুরু করে। এমন অবস্থায় সেটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তেমন ধোঁয়া যেতে পারে না। এমনকী, ধূপকাঠি বা প্রদীপ দেখানো থেকেও বিরত থাকতে হবে। 

শুধু তাই নয়, তুলসি গাছের ব্যাকটেরিয়া বা যে কোনও জীবাণুর সংক্রমণ নাশ করা যেতে পারে নিম তেল দিয়ে। প্রতিদিন যদি তুলসি গাছে নিম তেল ছিটানো হয়, তাহলে তাতে জীবাণুর থেকে সংক্রমণ হবে না। তুলসি পাতার অনেক ঔষধি গুণ রয়েছে। দুধে তুলসি পাতা ফুটিয়ে পান করলে হৃদযন্ত্র ভাল থাকবে। তাই হৃদয়জনিত রোগে যাঁরা ভোগেন, তাঁদের জন্য তুলসি-দুধ খুবই কার্যকরী । 

Subhraroop

সম্পর্কিত খবর