রাবণের মুসলিম লুক, হিন্দুদের ভাবাবেগে আঘাতের অভিযোগ! বিতর্কের চোটে নিজের দাড়ি খোয়াতে চলেছেন সইফ

বাংলাহান্ট ডেস্ক: ‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে বিতর্কের শেষ নেই। রামায়ণ মহাকাব‍্য অবলম্বনে ছবি তৈরি হবে শুনে সিনেপ্রেমীদের মধ‍্যে স্বাভাবিক ভাবেই ছড়িয়েছিল উন্মাদনা। কিন্তু সেই উত্তেজনার আগুনে কার্যত জল ঢেলে দেয় ছবির টিজার। নিম্নমানের VFX এবং দুর্বল চরিত্র চিত্রায়ণে হাস‍্যকর হয়ে ওঠে রাম, রাবণ, হনুমানের মতো চরিত্রগুলি।

বিশেষ করে রাবণের চরিত্র অবলম্বনে তৈরি ‘লঙ্কেশ’ চরিত্রটি নিয়ে ব‍্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। লঙ্কেশের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে (Saif Ali Khan)। চামড়ার জ‍্যাকেট, ঘন কালো কাজল, এক মুখ দাড়ি নিয়ে লঙ্কেশকে দেখেই ক্ষেপে উঠেছিলেন দর্শকদের একটা বড় অংশ। অভিযোগ উঠেছিল, হিন্দু রাবণের থেকে মোগল সম্রাট বেশি মনে হচ্ছে সইফকে।

Adipurush PIL
তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ‍্য হচ্ছে আদিপুরুষ টিম। ইতিমধ‍্যেই ছবির রিলিজ ডেট পেছানো হয়েছে। এবার ছবি সংক্রান্ত আরো এক বড় খবর প্রকাশ‍্যে এল। রাবণ এবং হনুমানের লুক নিয়ে কাটাছেঁড়া কম হয়নি নেটপাড়ায়। আদিপুরুষ নির্মাতাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের হয়েছিল। অভিযোগ উঠেছিল, রাবণ এবং হনুমানের ইচ্ছাকৃত দাড়ি বসানো হয়েছে মুসলিম লুক দেওয়ার জন‍্য। এতে হিন্দুদের ভাবাবেগে আঘাত লেগেছে।

এবার শোনা যাচ্ছে, সমালোচনার মুখে পড়ে নাকি সইফকে এবার দাড়ি হারাতে হবে। VFX এর মাধ‍্যমে নাকি অভিনেতার দাড়ি মুছে দেওয়া হবে লঙ্কেশকে হিন্দু লুক দিতে। আদিপুরুষ এমনিতেই সবথেকে এখনো পর্যন্ত তৈরি হওয়া সবথেকে দামি ছবি হতে চলেছে। প্রায় ৪০০-৫০০ কোটি টাকা খরচ হবে ছবির বাজেটে। উপরন্তু VFX উন্নত করতে আরো অতিরিক্ত ১০০ কোটি টাকা খরচ করা হবে বলেও শোনা গিয়েছিল।

প্রসঙ্গত, প্রথমে সংক্রান্তির দিন আদিপুরুষ ছবিটি রিলিজ করার কথা ছিল নির্মাতাদের। কিন্তু বলিপাড়ার অন্দরে গুঞ্জন বলছে, সেই সিদ্ধান্ত বদলেছেন তারা। পরিবর্তে ২০২৩ এর গ্রীষ্মকালে আদিপুরুষ রিলিজ করার কথা ভাবা হচ্ছে বলে শোনা গিয়েছিল। গুঞ্জন সত‍্যি করে নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়, ২০২৩ এর ১৬ জুন মুক্তি পাবে আদিপুরুষ।


Niranjana Nag

সম্পর্কিত খবর