ভারতের সবাই হিন্দু, সবার DNA এক! আবারও বিস্ফোরক মন্তব্য মোহন ভাগবতের

বাংলা হান্ট ডেস্কঃ ‘ভারতের সকলেই হিন্দু। প্রত্যেকের DNA এক’, ফের একবার চাঞ্চল্যকর দাবি করলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। অতীতেও তাঁকে একাধিক সময় এহেন বক্তব্য করতে দেখা গিয়েছে আর এবার সেই ধারা বজায় রাখার পাশাপাশি ভাগবতের দাবি, “ভারতের প্রত্যেক নাগরিক হিন্দু। এর জন্য কারোর ধর্ম পরিবর্তন করার কোনো রকম দরকার নেই।”

অম্বিকাপুরে সংঘের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোহন ভাগবত বলেন, “১৯২৫ সাল থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলে আসছে যে, ভারতে বসবাসকারী প্রত্যেকেই হিন্দু। যারা আমাদের দেশকে মাতৃভূমি বলে মনে করে, ভাষা খাদ্য-ধর্ম সংস্কৃতি এসব দিক থেকে বিভিন্নতা থাকা সত্ত্বেও ঐক্যতে বিশ্বাস করে যারা, তারা সকলেই হিন্দু।”

আরএসএস প্রধান আরো বলেন, “গোটা পৃথিবীর মধ্যে হিন্দুত্ব হলো এমন একটি মত, যেখানে বিভিন্নতার মধ্যেও ঐক্যের বাণী দেওয়া হয়েছে। হাজার হাজার বছর ধরে ঐক্যে বিশ্বাস করে চলেছি আমরা আর এবার আপনাদের জোর দিয়ে এই কথাটা বলতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সকল মানুষের মধ্যে ঐক্য বজায় রেখে ব্যক্তিগত এবং জাতীয় দিক থেকে প্রত্যেকের চরিত্র গঠনের জন্য পরিশ্রম করে চলেছে সংঘ।”

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এহেন মন্তব্য করতে শোনা গিয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতকে। সম্প্রতি তিনি বলেন, “আমাদের দেশের হিন্দুরা কাউকে নিজেদের শত্রু বলে কখনোই মনে করে না। মুসলমানদের ভয় পাওয়ার কোন কারণ নেই।”

mohan bhagwat 2

পরবর্তীতে সকলকে আশ্বস্ত করে বলেন, “যারা দেশকে ভাগ করতে চাইছে কিংবা ঐক্যের পরিবর্তে নিজেদের আলাদা বলে মনে করে, তাদের ফাঁদে পা দেবেন না। আমরা এক জাতি হিসেবেই থাকবো। ঐক্যে বিশ্বাস রেখে নিজেদের চরিত্র গঠন করতে হবে।” আর এবার পুনরায় একবার নিজের বক্তব্যেই অনড় থাকলেন ভাগবত।

Sayan Das

সম্পর্কিত খবর