তৈরি হল ইতিহাস! অবশেষে মহাকাশে পাড়ি দিল ভারতের প্রথম বেসরকারি রকেট “Vikram-S”, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: দেশের মহাকাশ গবেষণার ক্ষেত্রে ১৮ নভেম্বর দিনটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হবে। শুধু তাই নয়, এই দিনটিতেই একটি বিরাট ইতিহাসেরও সাক্ষী থাকল সমগ্ৰ দেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার দেশের প্রথম বেসরকারি রকেট Vikram-S পাড়ি দিল মহাকাশে। আর এই বিরাট সাফল্যে যে সংস্থাটির নাম সবার প্রথমে উঠে আসছে সেটি হল স্কাইরুট অ্যারোস্পেস (Skyroot Aerospace)।

উল্লেখ্য যে, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকেই এদিন ISRO তথা ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন Vikram-S রকেটটি লঞ্চ করে। জানা গিয়েছে, রকেটটি ৯০ কিলোমিটারের বেশি উচ্চতা স্পর্শ করে তিনটি কাস্টমার পেলোড সহযোগে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। আর এভাবেই সফলভাবে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে দেশের প্রথম বেসরকারি রকেটটি। পাশাপাশি, এই মিশনটির নাম দেওয়া হয়েছে “প্রারম্ভ”।

এদিকে, এই ঐতিহাসিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই প্রসঙ্গে তিনি জানান, “ভারতের মহাকাশ কর্মসূচির যাত্রায় এটি সত্যিই একটি নতুন সূচনা, নতুন প্রারম্ভ। ভারতের নিজস্ব রকেট তৈরির ক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ। পাশাপাশি, দেশের স্টার্টআপ আন্দোলনের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই মিশনে স্কাইরুট অত্যন্ত ভালো কাজ করেছে।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতের মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাইয়ের নামে এই রকেটের নামকরণ করা হয়। পাশাপাশি, এই রকেটের মোট তিনটি ভ্যারিয়েন্ট প্রস্তুত করছে সংস্থা। এমতাবস্থায়, Vikram-S রকেটের সফল লঞ্চের পর স্কাইরুট অ্যারোস্পেসের সহ-প্রতিষ্ঠাতা পবন কুমার চন্দনা জানিয়েছেন, “ভারতের প্রথম বেসরকারি রকেট লঞ্চ করে আমরা ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছি। এটি নতুন ভারতের সংকেত এবং অসাধারণ একটি ভবিষ্যতের প্রারম্ভ।”

উল্লেখ্য, যে, এটি একটি প্রদর্শনী মিশন হলেও এর লক্ষ্য হল আমাদের দেশের বেসরকারি মহাকাশ খাতকে আরও শক্তিশালী করা। শুধু তাই নয়, বিক্রম রকেটের প্রযুক্তি, ইঞ্জিন এবং নকশা যাচাইয়ের মাধ্যমে এই মিশনটি এটা প্রমাণ করে দেখিয়েছে যে, লো আর্থ অরবিটেও এটি ভারি পেলোড চালু করতে সক্ষম। পাশাপাশি, ইতিমধ্যেই এই রকেট লঞ্চের ভিডিও ভাইরাল হতেও শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে, স্কাইরুট অ্যারোস্পেসের তরফে জানানো হয়েছে যে, ওই রকেটটি ৮৯.৯ কিলোমিটারের সর্বোচ্চ উচ্চতা স্পর্শ করেছে। যা শব্দের গতির পাঁচগুণ Mach 5 গতিও অর্জন করতে সক্ষম হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই লঞ্চ ভেহিক্যালটি মিশনের সমস্ত নির্দিষ্ট প্যারামিটার স্পর্শ করেছে বলেও স্কাইরুট অ্যারোস্পেস সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি, এই সাফল্য হাসিল করার পর আগামী বছর তাদের Vikram-I-এর পথও প্রশস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে সংস্থার তরফে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর