নিউজিল্যান্ড সফরে বিশ্রাম নেওয়ায় দ্রাবিড়ের সমালোচনা করেছিলেন রবি শাস্ত্রী! পাল্টা দিলেন অশ্বিন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল থেকে নিউজিল্যান্ডের মাটিতে আরম্ভ হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড বনাম ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু বৃষ্টির কারণে ওয়েলিংটনে প্রথম ম্যাচটি আয়োজন করা যায়নি। তাই কাল বে ওভাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জার হারের পর প্রথমবার মাঠে নামবে ভারতীয় দল। তবে অনেক বড় মাপের তারকাই এই সিরিজের অংশ নন। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মূলত তরুণদের নিয়েই এই সিরিজে খেলবে ভারত।

বিরাট কোহলি, রোহিত শর্মা, রবি অশ্বিনদের মতো ক্রিকেটারদের এই নিউজিল্যান্ড সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলাদেশ সফরে আবার ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তারা। শুধু সিনিয়ার ক্রিকেটাররাই নন, তাদের সাথে সাথে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বর্তমানে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়-কেও। তার অনুপস্থিতিতে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পালন করছেন এনসিসি প্রধান ভিভিএস লক্ষ্মণ।

রাহুল দ্রাবিড়ের একজন কোচ হিসেবে ঘনঘন বিশ্রাম নেওয়া দেখে বিরক্ত প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। দিনকয়েক আগে সরাসরি রাহুল দ্রাবিড়ের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “আমি বুঝতে পারি না একজন কোচের এত বিশ্রামের প্রয়োজন পড়ে কেন। আমি সাপোর্ট স্টাফটের বিরতি দেওয়ার পক্ষপাতি নই। যখন আইপিএল চলে তখন তারা দীর্ঘ বিশ্ৰাম পান। আমার মতে এই সময়টুকুই বিশ্রামের জন্য যথেষ্ট। একজন কোচ হিসাবে আমি তো আবার সমস্ত খেলোয়াড়দের যত বেশি সম্ভব কাছ থেকে খেলতে দেখতে চাইবো।”

dravid shastri

কিন্তু এবার রবি শাস্ত্রীর সেই মন্তব্যের বিরোধিতা করেছেন ভারতীয় অফস্পিনার রবি অশ্বিন। কেন রাহুল দ্রাবিড়কে নিউজিল্যান্ড সফরের জন্য বিশ্রাম দিয়ে ভিভিএস লক্ষ্মণকে এই টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজের জন্য কোচ নির্বাচিত করা হয়েছে, সেই ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় অফস্পিনার।

অশ্বিন নিজের বয়ানে জানিয়েছেন, “বিশ্বকাপের আগে থেকে নিজেদের রণনীতি নিয়ে প্রচুর মাথা ঘামিয়েছিলেন রাহুল দ্রাবিড়। আমি নিজে শিবিরে উপস্থিত ছিলাম, তার পরিশ্রমটা আমি নিজের চোখে দেখেছি। প্রতিটা ম্যাচের জন্য আলাদা করে পরিকল্পনা তৈরি করতেন তিনি যেটা যথেষ্ট পরিশ্রমের কাজ ছিল। বিশ্বকাপ শেষ হওয়া মাত্রই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা আরম্ভ হয়েছে। তারপরেই রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ। এই বিশ্রামটার তার অত্যন্ত প্রয়োজন ছিল।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর