বাংলাহান্ট ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। বিগত কয়েক দিন চরম উদ্বেগের মধ্যে কাটার পর শুক্রবার মাঝরাতে বহু প্রতীক্ষিত সুখবর শোনান ঐন্দ্রিলার ছায়াসঙ্গী সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। তিনি জানান, কার্যত শূন্য থেকে ফিরে এসেছেন অভিনেত্রী। সত্যিই ‘মিরাক্যল’ হয়েছে। সেই সঙ্গে কিছু বহুল চর্চিত খবরের সত্যতা নিয়েও মুখ খোলেন সব্যসাচী।
শুক্রবারেই শোনা গিয়েছিল, গায়ক অরিজিৎ সিং নাকি ঐন্দ্রিলার চিকিৎসার ব্যয়ভার বহন করার ইচ্ছা প্রকাশ করেছেন। একাধিক সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছিল, ঐন্দ্রিলার ব্যাপারে জানতে পেরে অরিজিৎ নিজেই নাকি এগিয়ে এসেছেন। আরো শোনা গিয়েছিল, এই কদিনে আন্দুলের ওই হাসপাতালে ঐন্দ্রিলার চিকিৎসা করাতে প্রায় ১০ লাখ টাকার উপরে বিল হয়ে গিয়েছে। অরিজিৎ নাকি ভবিষ্যতেও অভিনেত্রীর চিকিৎসার খরচ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
এমন খবরে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। অরিজিতের ভূয়ষী প্রশংসাও হয়েছিল। কিন্তু এদিন রাতেই সবার ভুল ভাঙান সব্যসাচী। সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় বার্তায় তিনি জানিয়ে দেন, অরিজিৎ কোনো অর্থ সাহায্যই দিচ্ছেন না। পরিবর্তে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন যার জন্য অভিনেত্রীর পরিবার এবং সব্যসাচী তাঁর কাছে চির কৃতজ্ঞ থাকবেন।
অভিনেতার পোস্ট থেকে জানা যায়, অরিজিৎ চিকিৎসা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন ঐন্দ্রিলার পরিবারকে। রাজ্য এবং রাজ্যের বাইরের প্রথম সারির সব চিকিৎসকদের সঙ্গে ঐন্দ্রিলার চিকিৎসার ব্যাপারে কথা বলছেন তিনি। এতে অভিনেত্রীর পরিবারের খুব সুবিধা হয়েছে।
সেই সঙ্গে সব্যসাচী আরো একটি আর্জি জানিয়েছেন, হাসপাতালের খরচ নিয়ে আলোচনা, খবর বন্ধ হোক। তিনি লিখেছেন, ‘পরিবারের সামর্থ্য অনুযায়ীই চিকিৎসা হবে, এখনো অবধি কারোর কাছে এক পয়সাও অর্থসাহায্য চাওয়া হয়নি অথবা কারোর থেকে এক পয়সাও গ্রহণ করা হয়নি। তাই এটা নিয়ে লেখা মানে ঐন্দ্রিলাকে অপমান করা এবং তার পরিবারকে ছোট করা। নিজের অপমান গায়ে মাখি না ঠিকই কিন্তু ওর অপমানে আমার গায়ে ফোস্কা পড়ে।’