১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একগুচ্ছ ট্রেন বাতিল করল রেলওয়ে! বিপদে পড়ার আগে দেখে নিন তালিকা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শীতের মরশুম শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায়, ভারতীয় রেলেও (Indian Railways) এই প্রভাব পরিলক্ষিত হয়েছে। মূলত, শীতের মরশুমে ট্রেনের গতি অনেকটাই কমে আসে। আর যার প্রধান কারণ হল কুয়াশা (Fog)। এদিকে, ইতিমধ্যেই পূর্ব মধ্য রেলওয়ের (East Central Railway) তরফে একইসাথে ১০ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি কিছু কিছু ট্রেনের চলাচলেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে।

এই প্রসঙ্গে পূর্ব মধ্য রেলের সিপিআরও বীরেন্দ্র কুমার জানিয়েছেন যে, মূলত কুয়াশার কারণেই ট্রেনে সফররত যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ০১/১২/২০২২ থেকে শুরু করে ২৮/০২/২০২৩ পর্যন্ত কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের চলাচলের দিনও কমিয়ে দেওয়া হয়েছে। এদিকে, ওই তালিকায় রাজ্যের বেশ কিছু দূরপাল্লার ট্রেনও সামিল রয়েছে। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

এই ট্রেনগুলি সম্পূর্ণ বাতিল হয়েছে:
ট্রেন নং ১৪০০৪ নতুন দিল্লি-মালদা টাউন এক্সপ্রেস- আগামী ০১/১২/২০২২ থেকে আগামী ২৬/০২/২০২৩ পর্যন্ত বন্ধ থাকছে।
ট্রেন নং ১৪০০৩ মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস- আগামী ০৩/১২/২০২২ থেকে আগামী ২৮/০২/২০২৩ পর্যন্ত বন্ধ থাকছে।
ট্রেন নং ১২৩৫৭ কলকাতা-অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস আগামী ০৩/১২/২০২২ থেকে আগামী ২৮/০২/২০২৩ পর্যন্ত বন্ধ থাকছে।
ট্রেন নং ১২৩৫৮ অমৃতসর-কলকাতা দুর্গিয়ানা এক্সপ্রেস আগামী ০৫/১২/২০২২ থেকে আগামী ০২/০৩/২০২৩ পর্যন্ত বন্ধ থাকছে।
ট্রেন নং ১২৩১৭ কলকাতা-অমৃতসর অকাল তখত এক্সপ্রেস আগামী ০৪/১২/২০২২ থেকে আগামী ২৬/০২/২০২৩ পর্যন্ত বন্ধ থাকছে।
ট্রেন নং ১২৩১৮ অমৃতসর-কলকাতা অকাল তখত এক্সপ্রেস আগামী ০৬/১২/২০২২ থেকে আগামী ২৮/০২/২০২৩ পর্যন্ত বন্ধ থাকছে।
ট্রেন নং ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস- আগামী ০১/১২/২০২২ থেকে আগামী ২৭/০২/২০২৩ পর্যন্ত বন্ধ থাকছে।
ট্রেন নং ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস- আগামী ০২/১২/২০২২ থেকে আগামী ২৮/০২/২০২৩ পর্যন্ত বন্ধ থাকছে।
ট্রেন নং ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস- আগামী ০৫/১২/২০২২ থেকে আগামী ২৭/০২/২০২৩ পর্যন্ত বন্ধ থাকছে।
ট্রেন নং ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস আগামী ০৬/১২/২০২২ থেকে আগামী ২৮/০২/২০২৩ পর্যন্ত বন্ধ থাকছে।

এই ট্রেনগুলির চলাচল হ্রাস করা হবে:
আগামী ০১/১২/২০২২ থেকে আগামী ২৮/০৩/২০২৩ পর্যন্ত, মূল স্টেশন থেকে শুরু হওয়া ট্রেনগুলির চলাচল সাপ্তাহিকভাবে বাতিল করা হবে।
ট্রেন নং ১২৯৮৮ আজমীর-শিয়ালদহ এক্সপ্রেস- প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বাতিল থাকবে।
ট্রেন নং ১২৯৮৭ শিয়ালদহ-আজমীর এক্সপ্রেস- প্রতি বুধ, শুক্র এবং রবিবার বাতিল থাকবে।
ট্রেন নং ২২৪০৬ আনন্দ বিহার-ভাগলপুর গরিবরথ এক্সপ্রেস- প্রতি বুধবার বাতিল থাকবে।
ট্রেন নং ২২৪০৫ ভাগলপুর-আনন্দ বিহার গরিবরথ এক্সপ্রেস- প্রতি বৃহস্পতিবার বাতিল থাকবে।
ট্রেন নং ১২৩৬৭ ভাগলপুর-আনন্দ বিহার বিক্রমশিলা এক্সপ্রেস- প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার বাতিল থাকবে।
ট্রেন নং ১২৩৬৮ আনন্দ বিহার-ভাগলপুর বিক্রমশিলা এক্সপ্রেস- প্রতি বুধ ও শুক্রবার বাতিল থাকবে।

Untitled design 2022 06 11T110955.334
ট্রেন নং ১৩০১৯ হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস- প্রতি রবিবার বাতিল থাকবে।
ট্রেন নং ১৩০২০ কাঠগোদাম-হাওড়া বাঘ এক্সপ্রেস- প্রতি মঙ্গলবার বাতিল থাকবে।
ট্রেন নং ১৫৯০৯ ডিব্রুগড়-লালগড় অবধ আসাম এক্সপ্রেস- প্রতি শনিবার বাতিল থাকবে।
ট্রেন নং ১৫৯১০ লালগড়-ডিব্রুগড় অবধ আসাম এক্সপ্রেস- প্রতি মঙ্গলবার বাতিল থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর