বাংলাহান্ট ডেস্ক: পরিস্থিতি খুব একটা ভাল নয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma)। শনিবার রাতে পরপর ১০ বার হৃদরোগে আক্রান্ত হন তিনি, হাসপাতাল সূত্রে এমনটাই খবর মিলেছে। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। তাঁর শারীরিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে চিকিৎসকরা।
শনিবার সন্ধ্যায় খবর এসেছিল, মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে ঐন্দ্রিলার। কিন্তু অবস্থা স্থিতিশীলই ছিল তাঁর। এরপর রাতে নাকি পরপর ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেত্রীর। সিপিআর দেওয়া হয়েছে ঐন্দ্রিলাকে। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তবে তাঁর পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
শুক্রবার মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় একটি বড় পোস্টে সব্যসাচী জানিয়েছিলেন, ঐন্দ্রিলা সুস্থতার লক্ষণ দেখাচ্ছেন। মিরাক্যল সত্যিই হয়েছে। কিন্তু শনিবার ফের মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট এর খবর পাওয়া যায় ঐন্দ্রিলার। কিন্তু এক সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়, এ খবর আদৌ সত্য নয়। তারপরেই হঠাৎ করে ঐন্দ্রিলা সংক্রান্ত সব পোস্ট ডিলিট করে দেন সব্যসাচী। কিন্তু এর কারণ এখনো জানা যায়নি।
গত ১ লা নভেম্বর বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। মস্তিষ্কে স্ট্রোক হয় তাঁর। দ্রুত হাওড়ার আন্দুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় ঐন্দ্রিলার। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। এ বিষয়ে সব্যসাচী প্রথম ভুয়ো খবরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।
মাঝে ঐন্দ্রিলা সম্পর্কে ভুয়ো খবরও ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। রটে গিয়েছিল, তিনি আর নেই। বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় সবাইকে ভুয়ো খবর সম্পর্কে সচেতন করেছিলেন সব্যসাচী। কিন্তু এবার তিনি নিজেই সমস্ত পোস্ট মুছে ফেলেছেন, যা চিন্তা বাড়াচ্ছে ঐন্দ্রিলার ভক্তদের। সকলেই প্রার্থনা করছেন, সব বাধা পেরিয়ে চোখ খুলুন ঐন্দ্রিলা। সুস্থ হয়ে ফিরে আসুন তিনি সবার মধ্যে।