ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল! অস্ত্র প্রশিক্ষণ ইস্যুতে মদনকে তীব্র কটাক্ষ ফিরহাদের

বাংলা হান্ট ডেস্কঃ সোনারপুর শুট আউট কাণ্ড এবং অস্ত্র প্রশিক্ষণ নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে একের পর এক কটাক্ষ করেন কামারহাটির (Kamarhati) এই তৃণমূল নেতা আর অবশেষে এ ঘটনার পরিপ্রেক্ষিতে মদনকে আক্রমণ শানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পরবর্তীতে তৃণমূল বিধায়ককে পাল্টা জবাবও দিয়েছেন মদন।

উল্লেখ্য, সম্প্রতি অস্ত্র প্রশিক্ষণ নিয়ে দিলীপ ঘোষকে আক্রমণ করতে গিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন মদন মিত্র। এক্ষেত্রে দলীয় কর্মীদের অস্ত্র দিয়ে প্রশিক্ষণ করানোর বার্তা দিতে শোনা যায় মদনকে। সেই প্রসঙ্গে এদিন মতপ্রকাশ করতে গিয়ে ফিরহাদ বলেন, “পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।”

একই সঙ্গে কলকাতার মেয়র আরো বলেন, “আমাদের দলের অবস্থান কি হতে চলেছে, তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যা বলেছেন, সেটাই দলের চূড়ান্ত অবস্থান। নির্বাচনে শান্তিপূর্ণ ভোট করাই হলো আমাদের উদ্দেশ্য। মদন মিত্র কে? রাজ্যের মন্ত্রিসভায় নেই । এমনকি প্রশিক্ষণ দেওয়ার যে কথা বলেছে, সেই ক্ষমতা নেই মদনের।”

যদিও এদিন ফিরহাদের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “ফিরহাদ যদি আমায় পাগল বলে, তাহলে দুঃখ পায় না। দিলীপ বললে পাই, কারণ একজন আরেকজনকে পাগল বলছে। তাছাড়া ফিরহাদের মত আমিও নির্বাচিত বিধায়ক। ও জানে না, আমাদের এখানে অস্ত্র শেখানোর জন্য কত স্কুল রয়েছে। সেই জন্যই এই মন্তব্য করেছে।”

madan 7

প্রসঙ্গত, সম্প্রতি সোনারপুর শুটআউট ইস্যুকে কেন্দ্র করে মদন বলেন, “দিলীপবাবু বলেছেন, কর্মীদের ঘরে ঘরে নাকি অস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে। তবে কোথায় সেই অস্ত্রগুলো যাচ্ছে, তা জানলে আমাদের ভালো। ওই অস্ত্রগুলো আমাদের কর্মীরা নেবে এবং এক্ষেত্রে তাদেরকে ভালো প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। আমাদের অনেক ভালো প্রশিক্ষক রয়েছে, ওই বন্দুক নিয়ে আমাদের কর্মীদের প্র্যাকটিস করাতে হবে, যাতে বিজেপি সেগুলো ব্যবহার না করতে পারে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর