‘জাতিগত পরিচয় আগে, দল পরে’, দ্রৌপদী মুর্মু বিরোধী মন্তব্যের প্রতিবাদে পথে তৃণমূলের প্রধান

বাংলা হান্ট ডেস্কঃ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সম্পর্কে অখিল গিরির (Akhil Giri) অপমানজনক মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছে বিজেপি (Bharatiya Janata Part নেতা এবং কর্মী সমর্থকরা। চাপে পড়ে সম্প্রতি ক্ষমাপ্রার্থনা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আর এবার শাসকদলের অস্বস্তি বাড়িয়ে প্রতিবাদে নামলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান তথা আদিবাসী নেতা কালীপদ মাজি (Kalipada Maji)। এই ঘটনায় শাসকদলের উদ্দেশ্যে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের শহিদ স্মরণ মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার জেরে শোরগোল পড়ে যায় সর্বত্র। পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদে একটি সভায় বক্তৃতা দিতে ওঠে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বলেন, “দেখতে ভালো নয় বলছে। কি দেখতে ভাল? আমরা রূপের বিচার কখনো করি না। রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করা হয়। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”

রাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্যকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে শোরগোল ছড়িয়ে পড়ে সর্বত্র। পরবর্তীতে বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ করার পাশাপাশি অখিল গিরির পদত্যাগের দাবিতে সরব হয় বিজেপি কর্মী সমর্থকরা। বিতর্কের মুখে কয়েকদিন পূর্বেই ক্ষমাপ্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এরপরেও বিতর্ক থেমে থাকেনি আর এবার দলের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদে সামিল হলেন আদিবাসী তৃণমূল নেতা।

গোটা ঘটনা প্রসঙ্গে এদিন পাঁশকুড়ার গোবিন্দনগর পঞ্চায়েত প্রধান কালীপদ মাজি বলেন, “দ্রৌপদী মুর্মুকে অপমানসূচক এবং কুরুচিকর মন্তব্য করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা মিছিল করেছি।” উল্লেখ্য, গত শুক্রবার পাঁশকুড়ায় আদিবাসী মানুষজনের সঙ্গে মিছিলে হাঁটতে দেখা যায় তৃণমূল নেতা কালীপদবাবুকে।

একইসঙ্গে তিনি বলেন, “আমি আদিবাসী সম্প্রদায়ের লোক। রাজনীতি করতেও পারি, আবার নাও পারি। রাজনীতি দু’বছর আছে, তৃতীয় বছরের থাকবে কিনা, তা স্থির নয়। তবে যেহেতু আমি আদিবাসী সম্প্রদায়ের লোক, সেই কারণে জাতির টান থাকবেই। এক্ষেত্রে দল সিদ্ধান্ত নেবে। আমার কাজ যদি ভালো না লাগে, তাহলে সিদ্ধান্ত নিতে পারে দল।”

akhil 3

অপরদিকে, আদিবাসী তৃণমূল নেতার প্রতিবাদের কারণে ইতিমধ্যেই অস্বস্তিতে শাসক দল। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা সৌমেন মহাপাত্র বলেন, “রাষ্ট্রপতিকে অপমানজনক মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যা বলার, বলেছেন। তারপরে কারোর বক্তব্য রাখা অনুচিত। আমি গোটা ঘটনার খোঁজ নিয়ে দলকে জানাবো।”


Sayan Das

সম্পর্কিত খবর