বাংলাহান্ট ডেস্ক : কদিন পরেই পঞ্চায়েত ভোট। আর তার আগেই শাসক দলের বিরুদ্ধে অভিযোগ বাড়ছে বৈ কমছে না। একের পর এক দুর্নীতিতে জড়িয়েছে শাসক দলের একাধিক নেতার নাম। এবার দেখা গেলো বন্দুক হাতে নিয়ে তৃণমূল নেতার ছেলের ছবি। মালদার এই ঘটনা জানাজানি হতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন পার্টির জেনারেল সেক্রেটারি কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
মালদার রাতুয়ার কাহালা অঞ্চলে তৃণমূলের সহ-সভাপতি মহম্মদ বদরুজোহার ছেলে মোহাম্মদ ফারাদ সম্প্রতি একটি ছবি তাঁর সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। তাতে দেখা যাচ্ছে যে, তিনি তাঁর হাতে একটি বন্দুক হাতে নিয়ে আছেন। ইতিমধ্যে ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ঘটনার কদিন আগে মালদাতেই, হরিশ্চন্দ্রপুরের স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ আলাউদ্দিন আকা সেন্টুও বন্দুক হাতে ছবি তুলে তাঁর সোশ্যাল মিডিয়ায় দেন এবং তা যথারীতি ভাইরাল হয়। বারংবার শাসক দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের ছবি ভাইরাল হওয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, ছবিটি যে দলের সহ-সভাপতির ছেলেরই তা রতুয়ার কাহালা অঞ্চলে তৃণমূল সভাপতি শেখ এন্তাজুল আলম মেনে নেন। তিনি বলেন যে, তিনি ছবিটি দেখেছেন, এবং জানান এবার যা কিছু পুলিশের কর্তব্য। এর সমর্থনে পার্টির জেনারেল সেক্রেটারি জানান যে, অন্যায় যে কেউ করতে পারে, কিন্তু দল এতে কোনো সমর্থন করবে না এবং এটি ভুল প্রমাণিত হলে পুলিশ তার যথাযোগ্য ব্যবস্থা নেবে।
এইদিকে তাঁর স্ত্রী রতিকা হরিশ্চন্দ্রপুরের ২ নম্বর ব্লকের মালিওর-এর ২ নম্বর গ্রামের পঞ্চায়েত প্রধান। এর পরিপ্রেক্ষিতে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন যে, তৃণমূল অনেকটাই দুর্বল হয়ে গেছে। তাই তাঁরা ভয় দেখিয়ে এই পঞ্চায়েত ভোটে জয়লাভ করতে চাইছে। এর বিরুদ্ধে আবার মহম্মদ বদরুজ্জোহার বলেন যে, যাঁরা অন্যায় করে তাঁরা চাইছেন এইভাবে তাঁর কর্মজীবন নস্ট করে দিতে। তবে তাঁরা কারা তিনি ঠিক জানেন না।