মন্নতের ভোলবদল, লাখ লাখ টাকা খরচ করে ‘হীরে’ বসানো নেমপ্লেট লাগালেন শাহরুখ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শাহরুখ খান (Shahrukh Khan) ভক্তদের কাছে ‘মন্নত’ (Mannat) একটা দর্শনীয় স্থানের মতোই। বান্দ্রায় সমুদ্রের ধারে সুবিশাল সুদৃশ্য বাংলোটির মালিকের মতো তাঁর বাসস্থানও চোখ ধাঁধানো। প্রায় প্রতিদিনই মন্নতের সামনে ভিড় জমে থাকে অনুরাগীদের। শাহরুখকে একবার দেখার অপেক্ষায় থাকেন সকলেই। তাই মন্নতের বাইরের খুঁটিনাটি বিষয়ও নজরে থাকে তাদের।

সম্প্রতি একটি বড়সড় পরিবর্তন ঘটেছে মন্নতে। নতুন প্রবেশদ্বারের সঙ্গে সঙ্গে নতুন নামফলকও লাগানো হয়েছে মন্নতের বাইরে। সেই নামের ফলক নিয়েই যত হল্লা। কয়েক মাস আগে এক বার বদলানো হয়েছিল মন্নতের নেমপ্লেট। লম্বা সাদা পাথরের গায়ে কালো অক্ষরে খোদাই করে লেখা হয়েছিল মন্নতের নাম। কিন্তু কিছুদিন পরেই সেটা সরিয়ে নেওয়া হয়েছিল সারাই করার জন্য।


সাত মাস পরেই আবার নেমপ্লেট বদলালেন শাহরুখ। এবারে এল, ‘হীরেখচিত’ নেমপ্লেট। অন্তত নেটিজেনদের বক্তব্য তেমনটাই। আসলে নতুন গেটের দু পাশে দুটি নতুন নামফলক লাগানো হয়েছে। দুটিই LED নেমপ্লেট, অর্থাৎ অন্ধকারে জ্বলজ্বল করবে। দেখে মনে হচ্ছে যেন সত্যিই হাজার হাজার হীরে জ্বলজ্বল করছে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে মন্নতের নতুন নামফলকের ছবি। সূত্রের খবর মানলে, প্রায় ৫৫ লক্ষ টাকা খরচ হয়েছে এই ‘হীরেখচিত’ নেমপ্লেট বানানোর জন্য। শাহরুখের ফ্যানপেজগুলিতে মন্নতের নতুন নামফলকের ছবিই ট্রেন্ডিংয়ে রয়েছে।

https://twitter.com/SRKCHENNAIFC/status/1594260898243543040?s=20&t=gBygb9XWvXX9y0lbNFuxlQ

অবশ‍্য এটা প্রথম বার নয়। এর আগেও একাধিক বার বদলেছে মন্নতের নামের ফলক। পরপর কীভাবে বদলেছে নেমপ্লেটগুলি সেটাও উঠে এসেছে ছবিতে। তবে এবারের নেমপ্লেটটাই সবথেকে ভাল আর স্টাইলিশ লাগছে বলে দাবি নেটনাগরিকদের। আগের বার গৌরি ডিজাইন করেছিলেন নতুন নামফলকটি। তবে এবারের নেমপ্লেটটি কার ডিজাইন করা তা জানা যায়নি।

X