বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের (Government) নয়া উদ্যোগ ‘দুয়ারে সরকার । নয়া বললে বরং ভূল, বলতে হয় বেশ জনপ্রিয় উদ্যোগ। যেকোনো বাধা বিপত্তি পেরিয়ে সাধারণ মানুষের সেবায় দুয়ারে দুয়ারে পৌঁছে যেতে চায় রাজ্য সরকার। এই দুয়ারে সরকারের এক অন্যতম বিতর্কিত কর্মসূচী হল ‘দুয়ারে রেশন’ (Duare Ration) প্রকল্প।
বর্তমানে সেই নিয়েই বিতর্কের জট যেন আরও জোরালো হচ্ছে দিন দিন। প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্ট বলেছিল, ‘‘আইনের চোখে দুয়ারে রেশন প্রকল্পের কোনও ‘গ্রহণযোগ্যতা নেই’। রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প অবৈধ।’’ রাজ্যের রেশন ডিলারদের বক্তব্য, ‘রেশন দিতে চাই, ফেরিওয়ালা হতে চাই না’,।
বৃহস্পতিবার বিধানসভায় বক্তৃতা দিতে গিয়ে যে কোনো উপায়ে দুয়ারে রেশন চালিয়ে নিয়ে যেতে চান, সেই ইচ্ছে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সাফ বলেন, ‘‘মানুষের জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছিল। মানুষের স্বার্থেই দুয়ারে রেশন চলবে। সরকার কারও গায়ের জোরের কাছে মাথা নত করবে না।’’ মুখ্যমন্ত্রী আরও যোগ করেন , ‘‘দরকারে বিধানসভার মাধ্যমে আদালতে আবেদন করব।’’
অন্যদিকে বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দুয়ারে রেশন প্রকল্পের পাল্টা জবাব দিলেন রেশন ডিলারদের একাংশের নেতা বিশ্বম্ভর বসু। তাদের বক্তব্য, তারা রেশন বণ্টন করেন। সেই কাজ চালিয়েও যেতে চান। কিন্তু মুখ্যমন্ত্রী যা বলছেন, তাতে তাঁদের ফেরিওয়ালা হয়ে যেতে হয়। যা তাঁরা একেবারেই চান না। একই সঙ্গে তাঁদের সংযোজন, তাঁরা যে প্রস্তাব দিচ্ছেন, তাতে শুধু তাঁদের নিজেদের নয় সরকারেরও আখেরে ভালই হবে। প্রসঙ্গত উল্লেখ্য, হাই কোর্টের দুয়ারে রেশন প্রকল্পের বিষয়ে দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার।