আর নয় তেলের চিন্তা! এক চার্জে ২৪০ কিলোমিটার চলবে এই স্কুটার, রয়েছে আরও উন্নত সুবিধা

বাংলাহান্ট ডেস্ক: ভারতের গাড়ির বাজারে যেন একটি ইলেকট্রিক বিপ্লব আসতে চলেছে। ইলেকট্রিকে চলা নিত্যনতুন চারচাকার পাশাপাশি ঢালাও লঞ্চ হচ্ছে দু’চাকারও। প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানি তাদের ইলেকট্রিক স্কুটার (e-Scooter) লঞ্চ করছে বাজারে। যদিও ইলেকট্রিক গাড়ির দাম পেট্রল বা ডিজেল গাড়ির তুলনায় এখনও অনেকটাই বেশি। তবু এই গাড়িকেই ভবিষ্যতের যান ভেবে নিয়ে অনেকেই কিনে ফেলছেন। তবে দু’চাকার ক্ষেত্রে ব্যাপারটি একটু অন্যরকম। মোটামুটি সাধারণের হাতের নাগালেই পাওয়া যাছে।

সম্প্রতি আরও একটি ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী সংস্থা তাদের ই-স্কুটার লঞ্চ করল ভারতের বাজারে। জানিয়ে রাখি, এই কোম্পানিটি ভারতীয় ও সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই স্কুটার। স্কুটার কোম্পানি iVoomi Energy তাদের S1 ইলেকট্রিক স্কুটারের একটি নতুন সিরিজ নিয়ে এল বাজারে। S1 80, S1 100 এবং S1 240 নামের স্কুটারগুলি তারা লঞ্চ করেছে।

ivoomi s1 electric scooter

iVoomi কোম্পানির S1 সিরিজের স্কুটারগুলিকে আরও উন্নত করে নিয়েয়াসা হয়েছে। ভারতীয় গ্রাহকদের বিভিন্ন চাহিদার কথা মাথায় রেখেই এমনটা করেছে সংস্থা। এই স্কুটারগুলির দাম শুরু হচ্ছে ৬৯,৯৯৯ টাকা থেকে এবং সর্বোচ্চ দাম হতে চলেছে ১.২১ লক্ষ টাকা। 

কোম্পানির দাবি, এই স্কুটারগুলি এক চার্জে ২৪০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। তাদের দাবি যদি সত্যি হয়, তাহলে ভারতীয় বাজারে এগুলিই এখনও অবধি সর্বোচ্চ রেঞ্জ দেওয়া ই-স্কুটার হতে চলেছে। যদিও এখনও বর্তমান S1 সিরিজের স্কুটার বাজারে পাওয়া যাচ্ছে। এর দাম ৮৫ হাজার টাকা।

ivoomi electric scooter

iVoomi-র তরফে জানানো হয়েছে, S1 240 ই-স্কুটারটি তাদের এই সিরিজের সর্বোচ্চ মডেল। এটিই এক চার্জে ২৪০ কিলোমিটারের রেঞ্জ দিতে পারে। এই স্কুটারে রয়েছে একটি ৪.২ kWh জোড়া ব্যাটারি। এটি একটি ২.৫ kWh মোটরের সাহায্যে চলে যা একে বেশি টর্ক দেয়। অন্যদিকে, S1 80 স্কুটারটি ১.৫ kWh ব্যাটারিতে চলে।

iVoomi e-scooter

এটি এক চার্জে ৮০ কিলোমিটারের রেঞ্জ দিতে পারে। এতে একটি ২.৫ kWh মোটর রয়েছে। ফলে এটি সর্বোচ্চ ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চলতে পারে। সব ক’টি বিকল্পেই তিনটি রাইডিং মোড থাকবে। এগুলি হল ইকো, রাইডার ও স্পোর্ট। এছাড়াও তিনটি রঙে এগুলি পাওয়া যাবে- পিকক ব্লু, নাইট মেরুন এবং ডাস্টি ব্ল্যাক। এই মডেলে একটি ‘ফাইন্ড মাই রাইড’ ফিচারের পাশাপাশি জিপিএস ট্র্যাকার এবং মনিটরিং সিস্টেমও রয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে এই স্কুটারগুলির বিক্রি শুরু হবে। ক্রেতারা যাতে অন-রোড দামে ১০০ শতাংশ ছাড় পেতে পারেন সেজন্য iVoomi বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়েছে। ক্রেতাকে তারা সহজ ফাইন্যান্স বিকল্প দেবে। ভারতের দক্ষিণাঞ্চলেও নিজেদের প্রভাব বিস্তার করতে ইচ্ছুক এই কোম্পানি। বছরের শেষের দিকে দক্ষিণ ভারতেও এই স্কুটারগুলি বিক্রি শুরু করবে তারা।   


Subhraroop

সম্পর্কিত খবর